JioBook এর রমরমা বাড়াতে বিদেশ থেকে ল্যাপটপ আমদানি বন্ধ? সেখানেও চিনা কানেকশন! তাহলে উপায়?

Laptop Import Ban In India: সোশ্যাল মিডিয়ায় লোকজন অভিযোগ করছেন, JioBook অর্থাৎ রিলায়েন্স জিও-র সুবিধা করে দিতেই এমনতর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, সত্যিই কি Reliance Jio-কে রাস্তা করে দিতেই বিদেশ থেকে আমদানি করা ল্যাপটপের উপরে রাশ টানতে চাইছে কেন্দ্র?

JioBook এর রমরমা বাড়াতে বিদেশ থেকে ল্যাপটপ আমদানি বন্ধ? সেখানেও চিনা কানেকশন! তাহলে উপায়?
জিওবুক-কে সুবিধা করে দিতেই বিদেশ থেকে ল্যাপটপ আমদানি বন্ধের সিদ্ধান্ত?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 5:40 PM

Reliance Jio সম্প্রতি দেশের সবথেকে সস্তার ল্যাপটপ লঞ্চ করেছে, যার নাম JioBook। আর এমনই এক সময়ে এই ল্যাপটপ দেশের বাজারে হাজির হয়েছে, যখন ভারত সরকার বিদেশ থেকে আমদানি করা ল্যাপটপের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। আর সেই কারণেই JioBook লঞ্চ, তার কম দাম এবং সর্বোপরি তাক লাগানো ফিচার্স নিয়ে চুলচেরা বিশ্লেষণের মাঝেই বিতর্ক উঠেছে এক অন্য কারণে। সোশ্যাল মিডিয়ায় লোকজন অভিযোগ করছেন, JioBook অর্থাৎ রিলায়েন্স জিও-র সুবিধা করে দিতেই এমনতর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, সত্যিই কি Reliance Jio-কে রাস্তা করে দিতেই বিদেশ থেকে আমদানি করা ল্যাপটপের উপরে রাশ টানতে চাইছে কেন্দ্র?

কিন্তু, আদতে এই দাবির কোনও সত্যতা নেই। তার কারণ, JioBook ল্যাপটপ দেশে তৈরি হচ্ছে না। এই ল্যাপটপ প্রস্তুতকারক সংস্থা দেশি হলেও তা তৈরি হচ্ছে চিনেই। অ্যামাজ়নে JioBook ল্যাপটপের প্রোডাক্ট পেজের বিবরণ অনুযায়ী, তা তৈরি করছে চিনের হিউম্যান গ্রেটওয়াল কম্পিউটার সিস্টেম কোম্পানি। মোদ্দা কথা, জিওবুক ল্যাপটপ হল মেড ইন চায়না পণ্য। এমন একটা পরিস্থিতিতে মুকেশ আম্বানির সংস্থাটির লাভের পরিবর্তে ক্ষতিই হবে। কারণ, রিলায়েন্স জিও-র তরফে বেশ বড় পরিসরে চিনে জিওবুক অর্ডার দেওয়া হচ্ছে।

অর্থাৎ বিদেশ থেকে আনা Samsung, HP, Lenovo ল্যাপটপের পাশাপাশি এই আমদানি নিষেধাজ্ঞার ফলে প্রভাব পড়বে JioBook ল্যাপটপেও। তাই, এটা কোনও ভাবেই বলা যায় না যে, ভারত সরকার রিলায়েন্স জিও-কে সুবিধা দিতে এই সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, ভারত সরকার এই মুহূর্তে ল্যাপটপ প্রস্তুতকারক সংস্থাগুলিকে তিন মাসের সময় দিয়েছে।

ল্যাপটপ নিষেধাজ্ঞার প্রভাব পড়বে Samsung, HP, Lenovo কোম্পানির পাশাপাশি Jio-এরও। এমন পরিস্থিতিতে, এটা বলা সম্পূর্ণ ভুল যে সরকার জিওকে সুবিধা দিতে ল্যাপটপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অনুগ্রহ করে বলুন যে বর্তমানে, কেন্দ্রীয় সরকার ল্যাপটপ সংস্থাগুলিকে তিন মাস সময় দিয়েছে। এই তিন মাস সময়কালের পর থেকে সংস্থাগুলি আর বিদেশ থেকে ল্যাপটপ আমদানি করতে পারবে না।

কিন্তু বিদেশ থেকে আমদানি করা ছাড়া সংস্থাগুলির কাছে আর কী-ই বা উপায় থাকতে পারে? একটাই উপায় রয়েছে। এই সব সংস্থাকে ভারতে তাদের উৎপাদন ইউনিট স্থাপন করতে হবে। আর সেই কাজটা 1 নভেম্বরের মধ্যেই সেরে ফেলতে হবে। কারণ, এই সময়ে দেশ ছাড়া অন্যত্র কোথাও থেকে ল্যাপটপ আমদানি করা যাবে না। যদিও 1 নভেম্বরের আগের তিন মাস ল্যাপটপ সরবরাহ কোনও ভাবেই প্রভাবিত হবে না। যত সমস্যা হতে চলেছে তার পরেই।