1,799 টাকায় ভারতে লঞ্চ হল Oppo Enco Buds 2, নরম তুলতুলে ইয়ারবাডের আকর্ষণীয় ফিচার দেখুন
Oppo Enco Buds 2 ভারতে লঞ্চ হল খুব কম দামে। বেশ কিছু আকর্ষণীয় ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে এতে, সেগুলিই একবার দেখে নিন।
Oppo Enco Buds 2 Price, Specifications: চিনা টেক জায়ান্ট ওপ্পো ভারতে একটি চমৎকার ট্রু ওয়্যারলেস ইয়ারবাড নিয়ে হাজির হয়েছে। এন্ট্রি লেভেলের সেই ওয়ানপ্লাস ইনকো বাডস 2-এ AI-বেসড নয়েজ় ক্যান্সেলেশন ফিচার এবং ডলবি অ্যাটমস সাপোর্ট দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য Oppo Enco Buds 2-তে রয়েছে ব্লুটুথ v5.2, যার রেঞ্জ 10 মিটার পর্যন্ত। ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্টের জন্য IPX4 রেটিং প্রাপ্ত এই TWS ইয়ারবাড। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, চার্জিং কেসে রাখা অবস্থায় একনাগাড়ে 28 ঘণ্টার প্লে ব্যাক টাইম দিতে পারে এই অডিও ডিভাইস এবং এক চার্জে যথেচ্ছ ভাবে ব্যবহারের পরেও এটি 7 ঘণ্টা চালানো যেতে পারে।
Oppo Enco Buds 2: ভারতে দাম ও উপলব্ধতা
এই নতুন ইয়ারবাডটি ভারতে 1,799 টাকায় লঞ্চ করা হয়েছে। কেবল মাত্র কালো রঙেই পাওয়া যাবে এটি। 31 অগস্ট থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে এই ইয়ারবাড কিনতে পারবেন কাস্টমাররা।
Oppo Enco Buds 2: স্পেসিফিকেশন, ফিচার
পাওয়ারের জন্য চমৎকার 10mm টাইটানিয়াম ড্রাইভার্স রয়েছে এই ওপ্পো ইনকো বাডসের নতুন মডেলটিতে। ইন-ইয়ার ডিজ়াইন রয়েছে এবং একটি স্টেমও রয়েছে যা Bluetooth v5.2-এর সাহায্যে স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে। 10 মিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে এটি। AAC এবং SBC ব্লুটুথ কোডেক সাপোর্ট করে এটি।
ডেডিকেটেড গেম মোডের জন্য এই ইয়ারবাডে রয়েছে 80ms পর্যন্ত লো-ল্যাটেন্সি রেট রয়েছে এর। AI-ভিত্তিক নয়েজ় ক্যান্সেলেশন দেওয়া হয়েছে এতে, যা মানুষের কণ্ঠস্বরকে ট্র্যাক করে তা ব্যাকগ্রাউন্ডের নয়েজ় থেকে আলাদা করতে পারে।
ডাস্ট ও ওয়াটার রেজ়িস্ট্যান্টের জন্য IPX4 রেটিং প্রাপ্ত এই ইয়ারবাডে ওপেন-আপ ফ্ল্যাশ কানেক্ট ফিচার রয়েছে, কেস ওপেন করলেই নিমেষে কানেক্ট করতে পারবে অটোমেটিক পেয়ারিংয়ের মাধ্যমে। আবার কেস ক্লোজ় করলেই ডিসকানেক্টও হয়ে যাবে মুহূর্তে।
এই অডিও ডিভাইসে টাচ কন্ট্রোল বাটনস দেওয়া হয়েছে, যা ডাবল ট্যাপে ইউজ়ারদের ক্যামেরাও কন্ট্রোল করতে দেয়। Oppo Enco Buds 2-তে রয়েছে একটি 40mAh ব্যাটারি এবং এর চার্জিং কেসের ভিতরে রয়েছে একটি 460mAh ব্যাটারি। একবার চার্জে এই ইয়াবাডটি 7 ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। পাশাপাশি 28 ঘণ্টার প্লেব্যাক টাইমও দিতে পারে।