Oppo Watch Free: ভারতে অ্যামোলেড ডিসপ্লের নতুন স্মার্টওয়াচ নিয়ে এল ওপ্পো, দাম ৫,৯৯৯ টাকা
Oppo Watch Free Price In India, Specifications: ৫,৯৯৯ টাকায় ভারতে নতুন স্মার্টওয়াচ নিয়ে এল ওপ্পো। যার গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, হার্ট রেট মনিটরিং সেন্সর এবং ১৪ দিনের ব্যাটারি লাইফ।
৪ ফেব্রুয়ারি, শুক্রবার ভারতে দুটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছে ওপ্পো। সেই ওপ্পো রেনো ৭ ৫জি এবং রেনো ৭ প্রো ৫জি মডেলের পাশাপাশি একটি স্মার্টওয়াচও লঞ্চ করেছে এই চিনা টেক জায়ান্ট, যার নাম ওপ্পো ওয়াচ ফ্রি (Oppo Watch Free)। ওপ্পো-র এই লেটেস্ট স্মার্টওয়াচ ১৪ দিনের ব্যাটারি লাইফ (14 Days Battery Life) দিতে পারে বলে দাবি করা হয়েছে। ফাস্ট চার্জিংও সাপোর্ট করে, মাত্র ৫ মিনিটের যা চার্জ হবে, তাতে সারা দিনটা আরামসে চলে যাবে। রয়েছে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। এই স্মার্টওয়াচ ছাড়াও ওপ্পো ইনকো এম৩২ ইয়ারফোনের একটি সবুজ কালার ভ্যারিয়েন্ট নিয়ে আসা হয়েছে। প্রসঙ্গত, এই নেকব্যান্ড স্টাইল ইয়ারফোনটি গত মাসেই ভারতে লঞ্চ হয়েছিল কেবল মাত্র কালোর রঙের অপশনে।
দাম ও উপলব্ধতা
ভারতে ওপ্পো ওয়াচ ফ্রি স্মার্টওয়াচের দাম শুরু হচ্ছে ৫,৯৯৯ টাকা থেকে। একটি মাত্রই কালার ভ্যারিয়েন্ট রয়েছে। যদিও সেই কালো রঙের ওপ্পো ওয়াচ ফ্রি স্মার্ট হাতঘড়িটি কবে থেকে কেনাকাটির জন্য উপলব্ধ হবে, সে বিষয়ে সংস্থার তরফ থেকে কিছু জানানো হয়নি।
এদিকে ওপ্পো ইনকো এম৩২ সবুজ রঙের ইয়ারফোনের বিক্রিবাট্টা আরম্ভ হবে ৯ ফেব্রুয়ারি থেকে। এই ইয়ারফোনের দাম এমনিতে ১,৭৯৯ টাকা। কিন্তু লঞ্চ অফারে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ১,৪৯৯ টাকায় পাওয়া যাবে এটি।
স্পেসিফিকেশনস ও ফিচার্স
এই স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৬৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যাতে টাচ সাপোর্ট এবং ডিসিআই-পিথ্রি কালার গামুট সাপোর্টও দেওয়া হয়েছে। ২.৫ডি কার্ভড গ্লাস দ্বারা এই ডিসপ্লে সুরক্ষিত। ওপ্পো ওয়াচ ফ্রি স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ ভি৫.০ কানেক্টিভিটি। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মেই এটি কানেক্ট করা যেতে পারে।
ফিটনেস ট্র্যাকিংয়ের দিক থেকে দেখতে গেলে ওপ্পো ওয়াচ ফ্রি স্মার্ট হাতঘড়িতে রয়েছে মোট ১০০টি স্পোর্টস মোড। সেই তালিকায় রয়েছে ব্যাডমিন্টন, ক্রিকেট, স্কাইয়িং-সহ আরও একাধিক মোড। হালফিলের সব স্মার্টওয়াচের ক্ষেত্রে যে ফিচারটি সবথেকে জরুরি হয়ে দাঁড়িয়েছে, সেই হার্ট রেট মনিটরিং সেন্সর দেওয়া হয়েছে এই ওপ্পো ওয়াচ ফ্রি-তেও। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, নিখুঁত ভাবে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল অর্থাৎ এসপিওটু মনিটর করতে পারে ঘড়িটি। পাশাপাশি নাসিকা গর্জন এবং ঘুম ঠিকঠাক হচ্ছে কি না, তা ট্র্যাক করার জন্য ঘড়়িটিতে স্লিপ ও স্নোরিং সেন্সরও রয়েছে।
ওপ্পো ওয়াচ ফ্রি হাতঘড়িটি ৫ এটিএম বা ৫০ মিটার পর্যন্ত ওয়াটারপ্রুফ বিল্ড। অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর রয়েছে এই স্মার্টওয়াচে। ব্যাটারিও চমৎকার, ২৩০এমএএইচ। ঘড়িটির আয়তন ৪৭ মিমি প্রায় এবং ওজন মাত্র ৩৩ গ্রাম।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
আরও পড়ুন: ভারতে লঞ্চ হয়েছে পেবেল পেস প্রো স্মার্টওয়াচ, দাম কত? দেখে নিন এই স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার
আরও পড়ুন: ভারতে প্রথম ব্লুটুথ কলিং ফিচার যুক্ত স্মার্টওয়াচ লঞ্চ করল নয়েজ় সংস্থা, দাম কত?
আরও পড়ুন: বোট নির্ভানা ৭৫১ এএনসি হেডফোন লঞ্চ হল, দাম মাত্র ৩৯৯৯ টাকা