Pocket Cooler: গরমে রাস্তাঘাটেও পকেটে রাখুন এই সস্তার পোর্টেবল ফ্যান, মুহুর্তে শরীর হবে ঠান্ডা
Portable Fan: যাদের প্রচুর পরিমাণে ঘাম হয়, তারা এই পকেট এয়ার কুলারটি কিনতেই পারেন। এটি একটি স্মার্টফোনের থেকেও ছোট। অর্থাৎ আপনি খুব সহজেই এটিকে পকেটে নিয়ে ঘুরতে পারবেন।
Pocket Cooler Fan: দেশে যে ভয়াবহ গরম পড়েছে, তাতে রাস্তায় বের হওয়াই মুশকিল হয়ে পড়েছে। কিন্তু কাজের ক্ষেত্রে তো রাস্তাতে বেরতেই হয়। তার তাতেই অসুস্থ হয়ে পরছেন অনেক মানুষ। ভারতের অনেক রাজ্যেই তাপমাত্রা 43 ডিগ্রি ছুঁয়েছে। এই গরমে একমাত্র স্বস্তি দিচ্ছে কুলার ও এসি। কিন্তু কোনও না কোনও কাজে বাইরে যেতেই হয়। কিন্তু এভাবে তো আর দিন কাটানো যায় না। আপনাকে এমন একটি উপায় জানানো হবে, যাতে আপনি বাইরে প্রচণ্ড রোদেও নিজেকে ঠান্ডা রাখতে পারবেন। যাদের প্রচুর পরিমাণে ঘাম হয়, তারা এই পকেট এয়ার কুলারটি কিনতেই পারেন। এটি একটি স্মার্টফোনের থেকেও ছোট। অর্থাৎ আপনি খুব সহজেই এটিকে পকেটে নিয়ে ঘুরতে পারবেন। এটি আপনাকে অনেক রোদেও ঠাণ্ডা রাখবে। চলুন দেখে নেওয়া যাক কোথা থেকে কিনবেন এই মিনি পোর্টেবল পকেট ফ্যানটি।
এই পোর্টেবল ফ্যানটি আপনি নিজের মতো করে কম বেশিও করতে পারবেন। কোনও কোনও পকেট পোর্টেবল ফ্যানে আপনি আলোও পাবেন। অর্থাৎ রাতে অন্ধকার রাস্তায় এটি আপনার বিশেষকাজে আসবে। এই পকেট পোর্টেবল ফ্যানটিতে আপনি নিজের মতো করে স্পিড বাড়াতে কমাতে পারবেন। এতে কপার মোটর ব্যবহার করা হয়েছে। এই পোর্টেবল ফ্যানে দু’টি নরম ব্লেড ব্যবহার করা হয়েছে। এটি 270 ডিগ্রি পর্যন্ত বেন্ড করে নিয়ে ব্যবহার করতে পারবেন। নীচে একটি চার্জিং পোর্টও রয়েছে। আপনি এটি সোলার চার্জার, পাওয়ার ব্যাংক, গাড়ির চার্জার, সকেট বা ল্যাপটপ দিয়ে চার্জ করতে পারেন। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনাকে এর জন্য আলাদা করে কোনও চার্জার বইতে হবে না। যে কোনও কিছু দিয়োই চার্জ করে নিতে পারবেন।
এবার প্রশ্ন হল এর দাম কত?
বাজারে অনেক ধরনেরই পোর্টেবল ফ্যান বা কুলার পাওয়া যায়। সেগুলি অনেক কম দামেই আসে। কিন্তু তা আপনি পকেটে নিয়ে ঘুরতে পারবেন না। ফলে রাস্তায় হাঁটতে হাঁটতে আপনি কোনও রকম সুবিধা পাবেন না। তবে এই পোর্টেবল ফ্যানের দাম 5,999 টাকা, কিন্তু আপনি অ্যামাজনে 3,256 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণ 46% ছাড় পেয়ে যাবেন। তবে এই ছাড় বেশিদিন থাকবে না। তাই এখনই কিনে নিন।