120Hz ডিসপ্লের Realme Pad 2 ভারতে আসছে 19 জুলাই, কেমন ফিচার্স থাকতে পারে?
2021 সালে যে Realme Pad লঞ্চ করেছিল, তারই পরবর্তী প্রজন্ম হল এই Realme Pad 2। সে দিন সংস্থাটি একটি স্মার্টফোনও লঞ্চ করবে, যার নাম Realme C53। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, Realme Pad 2-তে থাকছে বেশ বড় একটি ডিসপ্লে এবং তার আগের প্রজন্মের তুলনায় ট্যাবলেটটি আরও দ্রুততর হতে চলেছে।
বহুদিন পর Realme ভারতের বাজারে তার ট্যাবলেট নিয়ে আসছে। 19 জুলাই লঞ্চ করছে সেই Realme Pad 2 ট্যাবলেটটি। 2021 সালে যে Realme Pad লঞ্চ করেছিল, তারই পরবর্তী প্রজন্ম হল এই Realme Pad 2। সে দিন সংস্থাটি একটি স্মার্টফোনও লঞ্চ করবে, যার নাম Realme C53। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, Realme Pad 2-তে থাকছে বেশ বড় একটি ডিসপ্লে এবং তার আগের প্রজন্মের তুলনায় ট্যাবলেটটি আরও দ্রুততর হতে চলেছে। Realme আরও জানিয়েছে যে, এই ট্যাবলেটে একটি 120Hz ডিসপ্লেও দেওয়া হবে।
তবে এই ট্যাবলেটের সব ফিচার কিন্তু Realme-র তরফে জানানো হয়নি। টিপস্টার ঈশান আগরওয়াল Realme Pad 2 এর ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত একাধিক টুইটারে ফাঁস করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, পারফরম্যান্সের দিক থেকে ট্যাবলেটটি চালিত হবে একটি মিডিয়াটেক হেলিও G99 প্রসেসরের সাহায্যে। গত বছরেই এই প্রসেসর বিশ্ববাজারে হাজির হয়েছে। তার পর থেকে একাধিক স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা তাদের সস্তার মডেলে এই প্রসেসরটি ব্যবহার করেছে।
টিপস্টার আরও জানিয়েছেন, Realme Pad 2-এ থাকছে একটি 11.5 ইঞ্চির ডিসপ্লে, যার রেজ়োলিউশন 2000×1200 পিক্সেলস এবং ব্রাইটনেস 450 পিক। আগের 10.4 ইঞ্চির তুলনায় এই ডিসপ্লে অনেকটাই বড়। তবে আগের মতোই নতুন মডেলটিতেও থাকছে LCD ডিসপ্লে, পাশাপাশি ট্যাবলেটটি 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। এর অর্থ হল Realme Pad 2 কেবলই ওয়াই ফাই ওনলি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে থাকছে অত্যন্ত শক্তিশালী একটি 8360mAh ব্যাটারি, যাতে একটি 33W চার্জার রয়েছে। সিঙ্গেল রিয়ার ক্যামেরা থাকে। কালো এবং সবুজ এই দুটি রঙে ট্যাবলেটটি ক্রয় করা যাবে।
এই ট্যাবলেটের সঙ্গে Realme আদৌ কোনও অ্যাক্সেসারি অফার করবে কি না, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে সম্প্রতি Realme Pad X এর সঙ্গে সংস্থাটি একটি স্মার্ট কিবোর্ড লঞ্চ করেছে, যার দাম 4,999 টাকা। এখন Realme Pad 2 এর দাম কত হয়, তাতে আর কী-কী আকর্ষণীয় ফিচার্স থাকতে পারে, সেই সবকিছু জানতে অপেক্ষা করতে হবে 19 জুলাই পর্যন্ত।