Twitter Features: বছর শেষে টুইটারের ভোলবদল! রিঅ্যাকশন, ডাউনভোট ফিচার আসছে শীঘ্রই

Twitter Upcoming Features 2021: বছর শেষ হতেই গুচ্ছের নতুন ফিচার নিয়ে আসছে টুইটার। আসন্ন সেই সব ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।

Twitter Features: বছর শেষে টুইটারের ভোলবদল! রিঅ্যাকশন, ডাউনভোট ফিচার আসছে শীঘ্রই
গুচ্ছের নতুন ফিচার নিয়ে আসছে টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 29, 2021 | 7:21 PM

চলতি বছরে একাধিক নতুন ফিচার রোলআউট করেছে মাইক্রো-ব্লগিং সাইট টুইটার। তবে তার অধিকাংশই ছিল অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য। এবার আইফোন ব্যবহারকারীদের জন্যও দুরন্ত কিছু ফিচার্স নিয়ে আসছে টুইটার। সেই তালিকায় রয়েছে, রিঅ্যাকশনস, ডাউনভোটস এবং সর্টেড রিপ্লাই। 9to5Mac-এর রিপোর্টে বলা হয়েছে, এই বছরের শেষ দিক রীতিমতো ব্যস্ততায় কাটতে চলেছে টুইটারের। কারণ পাইপলাইনে একাধিক ফিচার্স রয়েছে। প্রতিটি ফিচারই ডিসেম্বর নাগাদ লঞ্চ করবে বলে জানা গিয়েছে। পাশাপাশি টুইটার ব্যবহারকারীদের জন্য একাধিক সারপ্রাইজও রয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে।

রিভার্স ইঞ্জিনিয়ার নিমা ওজি বলছিলেন, গ্রাহকরা টুইটার রিঅ্যাকশন ফিচার পেতে চলেছেন শিগগিরই। বিগত কয়েক মাস ধরেই এই ফিচার নিয়ে কাজ করছিল টুইটার। নতুন এই ফিচারটি সবার প্রথম টুইটারের কোডে লক্ষ্য করেন নিমা ওজি। যে চারটি রিঅ্যাকশন মূলত দেখা যাবে, সেগুলি হল – টিয়ারস অফ জয়, থিঙ্কিং ফেস, ক্ল্যাপিং হ্যান্ডস এবং ক্রাইয়িং ফেস। এই ফিচারগুলি মূলত দেওয়া হচ্ছে, কথাবার্তার মধ্যে বিভিন্ন রিঅ্যাকশনে ইউজাররা যাতে টুইটারে একটি অন্য মাত্রা যোগ করতে পারেন।

নিমা ওজি আরও জানিয়েছেন যে, টুইটার এবার থেকে ডাউনভোট ফিচারের ডেটাও স্টোর করে রাখতে পারবে। এর তার মাধ্যমেই একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে, এই ডাউনভোট ফিচারটিও খুব তাড়াতাড়িই লঞ্চ করতে পারে টুইটার। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে, ডাউনভোটের পজিশনও বদলাতে চলেছে টুইটার। জানা গিয়েছে, এবার ডাউনভোট ফিচারের পজিশন আসতে চলেছে লাইক বাটনের ঠিক আগেই। এছাড়াও ডাউনভোট কী ভাবে কাজ করে, তার জন্য একটি নতুন ট্যাব যোগ করে ব্যখ্যাও করেছে কোম্পানি।

টুইটার ব্যবহারকারীরা তাঁদের অনুসরণ করা মানুষজনের কাছ থেকে আসা উত্তর এবং অন্যান্য উত্তর পাবেন যা সম্ভবত তাঁদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। এছাড়াও অন্য আর একটি অপশন থাকছে যেখানে ব্যবহারকারীদের জন্য ক্ষতিকারক বা আপত্তিকর হতে পারে এমন সব রিপ্লাই দেখানো হবে।

ডাউনভোট কী ভাবে কাজ করে, নতুন ট্যাবে তা ব্যখ্যা করবে টুইটার –

১) ট্যাপ টু ডাউনভোট: কথোপকথনের সঙ্গে প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে না এমন একটি উত্তর ডাউনভোটিং করে আমাদের জানান।

২) ডাউনভোটগুলি প্রাইভেট: আপনার ভোট পাবলিক নয়। অন্য কোনও টুইট ইউজার বা অন্যান্যদের সঙ্গে কখনই শেয়ার করা হবে না।

৩) হেল্প মেক টুইটার বেটার: আপনার প্রতিক্রিয়া আমাদের এবং টুইটারে সকলের জন্য উচ্চ মানের সামগ্রীকে অগ্রাধিকার দিতে সাহায্য করে।

এদিকে আবার চলতি মাসেই টুইটার তার ইন-অ্যাপ টিপিং ফিচার রোল আউট করেছে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য। ১৮ বছরের উর্ধ্বে যাঁরা রয়েছেন, তাঁদের জন্যই কাজ করবে ফিচারটি। চলতি বছরের সেপ্টেম্বরে iOS গ্রাহকদের জন্য এই ফিচারটি নিয়ে আসা হয়েছিল। কোনও টুইট ভাইরাল হলে বা ভাল হলে এই টিপস ফিচারের সাহায্যে সেই টুইটার ইউজারকে অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন তাঁর ভক্তরা।

আরও পড়ুন: WhatsApp Tips And Tricks: ফোন নম্বর সেভ না করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন কী ভাবে? রইল স্টেপ বাই স্টেপ গাইড

আরও পড়ুন: Cyber Monday: সোমবারে বিশেষ সেল, ব্যাপক ছাড়ে আইফোন, গুগল পিক্সেল, মোটোরোলা ও ওয়ানপ্লাস-এর একাধিক ফোন!

 আরও পড়ুন: Vivo Tablet: এই প্রথম ট্যাবলেট নিয়ে আসছে ভিভো, থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর