Voltas 1.5 টনের 3 স্টার ইনভার্টার স্প্লিট AC-তে 44,010 টাকার ছাড়, কত দামে পাবেন?
Amazon প্রাথমিক ভাবে Voltas 1.5 Ton 3 স্টার ইনভার্টার স্প্লিট এসিতে 55% ছাড় দিচ্ছে। ফলে, এমনিতে এয়ার কন্ডিশনারটির দাম যেখানে 79,990 টাকা, সেই জায়গায় আপনি তা পেয়ে যাচ্ছে মাত্র 35,980 টাকায়। তবে সে যাই হোক না কেন! এই প্রাথমিক ডিসকাউন্টের ফলেই এই AC-র দাম ব্যাপক হারে কমে যাচ্ছে।
Voltas AC OFFER: বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর আপনি ভিতরে ACটা কিছুক্ষণের জন্য কি বন্ধ করে রেখেছেন? এমন অনেক মানুষও রয়েছেন, যাঁরা অনেক দিন ধরেই একটা এয়ার কন্ডিশনার কিনবেন বলে ঠিক করে রেখেছেন। কিন্তু এখনও পর্যন্ত তা হয়ে ওঠেনি তাঁদের। অনেকে আবার এয়ার কন্ডিশনার কিনতে গিয়েও বারবার পিছ পা হচ্ছেন কেবল তার দামের জন্য। এবার একটা বড় সুযোগ এসে গিয়েছে Amazon থেকে একটা এয়ার কন্ডিশনার কেনার। সেই AC যেমন আপনি খুব কম দামে পেয়ে যাবেন, তেমনই আবার সেটি চালাতে খুব বেশি একটা ইলেকট্রিক বিল আসবে, তা নয়। Voltas 1.5 Ton 3 স্টার ইনভার্টার স্প্লিট এসিতে এই অফারটি আপনাকে দেওয়া হবে। কী ফিচার্স রয়েছে এই এসিতে, কত টাকা দাম, সেই সব তথ্য জেনে নিন।
Voltas 1.5 Ton 3 স্টার ইনভার্টার স্প্লিট এসি: স্পেসিফিকেশন
এই এয়ার কন্ডিশনারে দেওয়া হয়েছে কপার কনডেন্সার, যা ভাল কুলিং দিতে পারে এবং সেই সঙ্গে অ্যালুমিনিয়াম কনডেন্সারের থেকে অনেক বেশি টেকসই। বাইরের তাপমাত্রা যদি 52 ডিগ্রি সেন্টিগ্রেডও থাকে, তাহলে ভোল্টাস অ্যাডজাস্টেবল ইনভার্টার প্রযুক্তির সাহায্যে এই এসি খুব দ্রুততার সঙ্গে ঘর ঠান্ডা করতে পারে। সুপিরিয়র কুলিং ক্যাপাসিটি থাকার ফলে অধিক তাপমাত্রাতেও ঘর ঠান্ডা রাখা এই এয়ার কন্ডিশনারের পক্ষে খুবই সহজ। অনন্য লুভার ডিজ়াইনের মাধ্যমে এই ভোল্টাস এসি উচ্চ স্তরের এয়ারফ্লো করতে পারে, যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার ঘর ঠান্ডা হতে পারে। চারটি ভিন্ন কুলিং ক্যাপাসিটি রয়েছে এই এয়ার কন্ডিশনারে। রয়েছে এমনই একটি ফিল্টার, যা অর্গ্যানিক কম্পাউন্ড ও অন্যান্য টক্সিক গ্যাসগুলি খুব সহজেই সরিয়ে দিতে পারে।
কত টাকার ছাড় পাওয়া যাবে?
Amazon প্রাথমিক ভাবে Voltas 1.5 Ton 3 স্টার ইনভার্টার স্প্লিট এসিতে 55% ছাড় দিচ্ছে। ফলে, এমনিতে এয়ার কন্ডিশনারটির দাম যেখানে 79,990 টাকা, সেই জায়গায় আপনি তা পেয়ে যাচ্ছে মাত্র 35,980 টাকায়। তবে সে যাই হোক না কেন! এই প্রাথমিক ডিসকাউন্টের ফলেই এই AC-র দাম ব্যাপক হারে কমে যাচ্ছে। শুধু তাই নয়। এরপরেও আপনি Amazon থেকে এই এয়ার কন্ডিশনারের উপরে পেয়ে যাবেন একাধিক ব্যাঙ্কের অফার।
ব্যাঙ্ক অফার
1) আপনার কাছে যদি SBI ক্রেডিট কার্ড থাকে এবং তার মাধ্যমে আপনি যদি লেনদেন করেন, তাহলে 1,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।
2) এই একই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে আপনি যদি 5000 টাকা বা তার বেশি কেনাকাটি করেন, তাহলে এসির উপরে পেয়ে যাবেন আরও অতিরিক্ত 10% ছাড়।