গ্যালাক্সি এস-২১ আলট্রা ৫জির সঙ্গে আসছে এস পেন প্রো, কী কী ফিচার থাকছে জেনে নিন

এস পেন প্রো-তে থাকছে ব্লুটুথ সাপোর্ট।

গ্যালাক্সি এস-২১ আলট্রা ৫জির সঙ্গে আসছে এস পেন প্রো, কী কী ফিচার থাকছে জেনে নিন
এস পেনের তুলনায় এস পেন প্রো আকার-আয়তনে বেশ অনেকটাই বড় বলে জানা গিয়েছে।
Follow Us:
| Updated on: Jan 17, 2021 | 9:25 AM

স্যামসাং গ্যালাক্সি এস-২১ আলট্রা ৫জি ফোন গ্যালাক্সি এস সিরিজের প্রথম এমন ফোন যেখানে রয়েছে  stylus সাপোর্ট। যদিও এই ফোনের সঙ্গে stylus স্লট থাকছে না। বরং আলাদা করে কিনতে হচ্ছে ক্রেতাদের। ডিসপ্লেতে ব্যবহারের জন্য থাকছে এস পেন। এই অত্যাধুনিক স্মার্টফোনের পাশাপাশি এস পেন প্রো-ও লঞ্চ করতে চলেছে স্যামসাং। পেনসিলের মতো দেখতে এস পেনের তুলনায় এস পেন প্রো আকারে একটু বড়। হাতে ধরে ব্যবহার করাও বেশ সহজ। স্যামসাং গ্যালাক্সি এস-২১ আলট্রা ৫জি ফোনে এই এস পেন প্রো ব্যবহার করা সম্ভব। তবে আকারে বেশ কিছুটা বড় হওয়ায় ফোনের কেসের মধ্যে এই এস পেন প্রো ফিট করানো সম্ভব নয়।

এখনও অবশ্য এস পেন প্রো-র দাম প্রকাশ করা হয়নি। তবে আশা করা হচ্ছে এই বছরের শেষের দিকে এই এস পেন প্রো ভারতের বাজারে পাওয়া সম্ভব। স্যামসাংয়ের তরফে এখনও এস পেন প্রো-র সঠিক সাইজ প্রকাশ করা হয়নি। তবে এস পেনের তুলনায় এস পেন প্রো আকার-আয়তনে বেশ অনেকটাই বড় বলে জানা গিয়েছে। তবে আকারে বড় হওয়ার কারণেই এই এস পেন প্রো হাতে ধরে ব্যবহার করা গ্রাহকদের জন্য যথেষ্ট সুবিধার। তবে ফোনের কেসে এই পেন ফিট না হওয়ায় তা ক্যারি করা অর্থাৎ কোথাও নিয়ে যাওয়া বেশ মুশকিলের।

এস পেন প্রো-তে থাকছে ব্লুটুথ সাপোর্ট। তার ফলে এই এস পেন প্রো এয়ার অ্যাকশন, ক্যামেরা শাটার এবং গান চেঞ্জ করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। শুধুমাত্রা গ্যালাক্সি এস-২১ আলট্রা নয় বরং এই এস পেন প্রো One UI 3.1 দ্বারা পরিচালিত অন্যান্য এস পেন ক্যাপেবেল ডিভাইসের ক্ষেত্রেও কাজ করবে। গ্যালাক্সি নোট ১০, গ্যালাক্সি নোট ২০, গ্যালাক্সি ট্যাব এস-৬, গ্যালাক্সি ট্যাব এস-৭ মডেলেও কাজ করবে এস পেন প্রো।

সাধারণ এস পেনের দাম ৪০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২৯০০ টাকা। আলাদা ভাবে কিনলে এই এস পেনের দাম থাকে ২৯০০ টাকা। আর যদি গ্যালাক্সি এস-২১ আলট্রার সঙ্গে কেস সমেত কেনা হয় তাহলে দাম ৯০ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫০০ টাকা। এস পেন প্রো-র দাম এর থেকে বেশি হবে বলেই জানা গিয়েছে। স্যামসাং সংস্থার তরফে জানানো হয়েছে গ্যালাক্সি এস-২১ আলট্রাই একমাত্র মডেল নয় যেখানে এস পেন ব্যবহার করা হচ্ছে। আগামী দিনে গ্যালাক্সি মডেলের অন্যান্য ফোনের ক্ষেত্রেও এস পেন সাপোর্টের সুবিধা থাকবে।