Hottest Day 2023: সব রেকর্ড ছাপিয়ে গেল তাপমাত্রা, 3 জুলাই বিশ্ববাসী দেখল সবচেয়ে উষ্ণতম দিন

Hottest Day In July: ইউএস ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন সম্প্রতি বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের 3 জুলাই সবচেয়ে উষ্ণতম দিন ছিল, যা বিশ্বব্যাপী রেকর্ড হয়েছে।

Hottest Day 2023: সব রেকর্ড ছাপিয়ে গেল তাপমাত্রা, 3 জুলাই বিশ্ববাসী দেখল সবচেয়ে উষ্ণতম দিন
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 4:37 PM

অশনি সংকেত! সর্বনাশের দিন যেন আরও কাছে এগিয়ে আসছে। বিশ্ব উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তনের জেরে বিশ্বের তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। বন্যা, খরা কিংবা ভূমিকম্প, অতিবৃষ্টির মতো একের পর এক ক্রমবর্ধমান ঘটনায় বিপর্যস্ত হচ্ছে গোটা বিশ্ব। এদিকে, ইউএস ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন সম্প্রতি বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের 3 জুলাই সবচেয়ে উষ্ণতম দিন ছিল, যা বিশ্বব্যাপী রেকর্ড হয়েছে। তাপমাত্রা বৃদ্ধির জন্য বিজ্ঞানীরা এল নিনোর (El Nino) স্রোতকে দায়ী করেছেন। নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির ঘটনাটিকে বলা হয় ‘এল নিনো’। এটি বৈশ্বিক উষ্ণতা সৃষ্টি করতে পারে। কারণ এল নিনো স্রোতের কারণে উষ্ণ জলীয় বাষ্প সমুদ্র থেকে উঠে আসে এবং এই বাষ্প বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। বিজ্ঞানীদের আশঙ্কা, এভাবে তাপমাত্রা বাড়তে থাকলে, তা মানুষের মৃত্যুর কারণ হতে আর বেশি বাকি নেই।

2016 সালের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে:

গড় বৈশ্বিক তাপমাত্রা 17.01 ডিগ্রি সেলসিয়াসকেও ছাপিয়ে গিয়েছে। এই তাপমাত্রা 2016 সালের অগাস্টে 16.92 ডিগ্রি সেলসিয়াসে ছিল। এবার সেই রেকর্ডকেই ছাপিয়ে গেল চলতি জুলাই মাস। বিজ্ঞানীদের দাবি, গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। আদতে গ্রিনহাউস গ্যাস পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রাখতে সাহায্য করে। কিন্তু যখনই সেই পরিমাণ অনেক বেড়ে যায়, তখন তা বিশ্ব উষ্ণায়নের কারণ হয়ে দাঁড়ায়।

সাত বছর আগের রেকর্ড ভেঙেছে:

বিশ্বজুড়ে যে হারে তাপপ্রবাহ বাড়ছে, তা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। চলমান তাপপ্রবাহের কারণে সোমবার অর্থাৎ 3 জুলাই গড় বৈশ্বিক তাপমাত্রা 17.01 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এই তাপমাত্রা 2016 সালে তৈরি 16.92 ডিগ্রি সেলসিয়াসের আগের রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছে। বর্তমানে বিশ্বের আরও কিছু দেশ তাপপ্রবাহের সঙ্গে লড়াই করছে। দক্ষিণ আমেরিকায় বিভিন্ন দেশ সাম্প্রতিক সপ্তাহগুলিতে তীব্র গরমের কবলে পড়েছে। এছাড়া চিনের মানুষও তাপপ্রবাহের মুখোমুখি হচ্ছেন। এই সব দেশে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে। কিন্তু চলতি বছরে সেই সব জায়গাগুলিতে তাপমাত্রা 50 ছুয়েছে।

একই সময়ে, উত্তর আফ্রিকায় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। সবথেকে অবাক করা ব্যাপার হল, যেখানে এই সময় শীত থাকার কথা, সেখানেও গরম অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, এভাবে চলতে থাকলে সারা বিশ্ব থেকে শীতকাল ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকবে। আর তার ফলের দেখা দেবে বিরাট বড় বিপর্যয়। জলবায়ু পুরোপুরি ভারসাম্যহীন হয়ে গেলে যে বিশ্বে কী প্রভাব ফেলতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না।