Vaccinated Bees: মড়ক লেগেছে মৌচাকে, এবার টিকা দেওয়ার প্রস্তুতি মার্কিন মুলুকে

Save Bees From Deadly Disease: মৌমাছিদের (bees) জন্য বিশ্বের প্রথম টিকার অনুমোদন পেল আমেরিকায় (America)। এই টিকার মাধ্যমে মৌমাছি ফাউলব্রুডসহ অনেক সংক্রামক রোগ (disease) থেকে সুরক্ষিত থাকবে।

Vaccinated Bees: মড়ক লেগেছে মৌচাকে, এবার টিকা দেওয়ার প্রস্তুতি মার্কিন মুলুকে
মড়ক লেগেছে মৌমাছির।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2023 | 4:38 PM

Deadly Disease Of Bees: টিকাকরণ সাধারণভাবে মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত। অনেক গৃহপালিত পশুপাখিরও টিকাকরণ (vaccine) হয়। তবে যেটা শোনা যায়নি তা হল, পতঙ্গদের টিকাকরণ। এবার মৌমাছিদের (bees) জন্য বিশ্বের প্রথম টিকার অনুমোদন পেল আমেরিকায় (America)। এই টিকার মাধ্যমে মৌমাছি ফাউলব্রুডসহ অনেক সংক্রামক রোগ (disease) থেকে সুরক্ষিত থাকবে। আমেরিকায় এক ব্যাকটেরিয়াজনিত রোগের কোপে পড়ছে মৌমাছিরা। সোজা কথায় বলতে গেলে, মড়ক লেগেছে মৌমাছির। একবার তাতে আক্রান্ত হলে মৌচাকে থাকা প্রায় সব মৌমাছি আক্রান্ত হচ্ছে এবং তাদের অকাল মৃত্যু হচ্ছে। গত কয়েক বছর ধরেই একসঙ্গে হাজার হাজার মৌমাছির মৃত্যু হওয়ায় আর্থিক সমস্যার মুখে পড়েছেন আমেরিকার মধু চাষিরা। অতিসংক্রামক রোগ হওয়ায় অধিকাংশ সময়তেই গোটা মৌচাক পুড়িয়ে দিতে হচ্ছে।

bees

ফাউলব্রুড আসলে কী? ফাউলব্রুড ব্যাকটেরিয়াজাতীয় এক ধরনের সংক্রমণ। পেনিব্যাসিলাস লার্ভা (Panebacillus Larvae) নামের একটি বিশেষ ব্যাকটেরিয়া (bacteria) থেকে ফাউলব্রুড রোগটি ছড়ায়। ব্যাকটেরিয়াটির আক্রমণে দুর্বল হয়ে পড়ে মৌমাছিরা। চরম সংক্রমণে মৌমাছির মৃত্যু হয়। বর্তমানে এই রোগের কোনও চিকিৎসা নেই। তবে নতুন টিকা মৌমাছির লার্ভাকে ফাউলব্রুড থেকে সুরক্ষা দেবে। ব্রিটিশ সংবাদসংস্থার দাবি, চলতি সপ্তাহেই মার্কিন কৃষি দফতর এই টিকাকরণের জন্য লাইসেন্স দিয়ে দেবে। তারপরই মৌ পালন কেন্দ্রগুলিতে ভ্যাকসিনেশন চালু করবে মার্কিন সরকার। মৌমাছিদের জন্য তৈরি এই টিকাতে থাকবে পেনিব্যাসিলাস লার্ভার মৃত কোষ। এই কোষই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে মৌমাছির শরীরে। এটি রানি মৌমাছির খাবারে মিশিয়ে দেওয়া হবে। সেখান থেকেই সমস্ত কর্মী মৌমাছির শরীরে পৌঁছে যাবে টিকা। ফলে মৌমাছির শরীরে প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে।

ক্যালিফোর্নিয়া স্টেট বি-কিপার্স অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য তথা মৌমাছি চাষের যুক্ত ট্রেভর টোজের বলেছেন, এটি মৌমাছি পালনকারীদের জন্য খুব সাশ্রয়ী একটি সমাধান, কারণ মৌমাছি পালনকারীরা বর্তমানে অ্যান্টিবায়োটিক চিকিৎসার উপর নির্ভর করছেন। তবে এটির কার্যকারিতা সীমিত। অনেক সময়ও লাগে অনেকটা বেশি। এই টিকাটি মৌমাছিকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করবে, ফাউলব্রুডের আক্রমণ থেকেও বাঁচাবে। একইসঙ্গে মৌমাছির মৃত্যুর হারও কমিয়ে দেবে। এই টিকার আবিষ্কার মড়ক ঠেকাতে একটা যুগান্তকারী পদক্ষেপ হিসাবে দেখছেন পতঙ্গ বিশেষজ্ঞেরা।