Saturn’s Moons: উপগ্রহের সংখ্যায় বৃহস্পতিকে পিছনে ফেলল শনি, মহাশূন্যের রহস্য ভেদ বিজ্ঞানীদের

Latest Science News: বর্তমানে শনির সর্বাধিক সংখ্যক উপগ্রহ রয়েছে। অর্থাৎ এখন শনির মোট উপগ্রহের সংখ্যা 145টি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, বৃহস্পতির চারপাশে 12 টি নতুন উপগ্রহ আবিষ্কার করেছিল বিজ্ঞানীরা।

Saturn's Moons: উপগ্রহের সংখ্যায় বৃহস্পতিকে পিছনে ফেলল শনি, মহাশূন্যের রহস্য ভেদ বিজ্ঞানীদের
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2023 | 4:51 PM

New 62 Moons Of Saturn: মহাকাশে নতুন নতুন জিনিস আবিষ্কারে ব্যস্ত থাকেন বিজ্ঞানীরা। কখনও নতুন কোনও গ্রহ, আবার কখনও গ্রহে প্রাণের সন্ধান। এই সব কিছুই সামনে আনেন তাঁরা। ইতিমধ্যেই সৌরজগতে প্রচুর উপগ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এত দিন পর্যন্ত সৌরজগতে শনি গ্রহের উপগ্রহ সংখ্যা সর্বাধিক ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজ্ঞানীরা নতুন তথ্য দিয়েছিলেন যে, বৃহস্পতির 95টি উপগ্রহ রয়েছে। আর সংখ্যার দিক থেকে এক নম্বরে আছে। কিন্তু বর্তমানে শনির 62 টি নতুন উপগ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। তারা জানাচ্ছেন, বর্তমানে শনির সর্বাধিক সংখ্যক উপগ্রহ রয়েছে। অর্থাৎ এখন শনির মোট উপগ্রহের সংখ্যা 145টি। অন্য কোনও গ্রহে এত উপগ্রহ নেই। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, বৃহস্পতির চারপাশে 12 টি নতুন উপগ্রহ আবিষ্কার করেছিল বিজ্ঞানীরা। তখন তার উপগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়ায় 95। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন জানিয়েছে যে, সৌরজগতে বর্তমানে শনি গ্রহের সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ রয়েছে।

ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক ড. ব্রেট গ্ল্যাডম্যান জানান, শনি গ্রহটি সব সময় উপগ্রহের সংখ্যার দিক থেকে এগিয়ে ছিল। তবে নতুন কিছু উপগ্রহ আবিষ্কারের পর দেখা যাচ্ছে সেই সংখ্যা দ্বিগুণ হয়েছে। অধ্যাপক ড. ব্রেট জানান, এই 62টি নতুন উপগ্রহ আবিষ্কারকারী দলে তিনিও ছিলেন। ড. ব্রেট গ্ল্যাডম্যান জানান, খুব শীঘ্রই এই উপগ্রহের নামকরণ করা হবে। যেমন গ্যালিক, নর্স ইত্যাদি। এছাড়াও কিছু উপগ্রহ কানাডার ইনুইট দেবতার নামে নামকরণ করা হবে। এর জন্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন গবেষণা চালাচ্ছে।

এতগুলি উপগ্রহ একসঙ্গে পাওয়ার কারণ কী?

বিজ্ঞানীরা জানাচ্ছেন, শনির চারপাশে একটি বড় চাঁদ ছিল, যার কারণে এতগুলি উপগ্রহ তৈরি হয়েছিল। এগুলি শনির কক্ষপথে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিল। তার সেগুলিই আকার ধারণ করে। এমনটাও হতে পারে যদি বৃহস্পতি গ্রহের চারপাশে ভবিষ্যতে আরও উপগ্রহ আবিষ্কৃত হয়, তবে তা শনির কাছাকাছি পৌঁছে যাবে। প্রো. ব্রেট বলেন, বর্তমানে শনি গ্রহে বৃহস্পতির চেয়ে তিনগুণ বেশি উপগ্রহ রয়েছে। কিন্তু সবগুলি নিয়ে এখনও গণনা করা হয়নি। সেই গণনা শেষ হলে হয়তো সেই সংখ্যা আরও বাড়বে।

কীভাবে বিজ্ঞানীরা এই উপগ্রহগুলি আবিষ্কার করলেন?

বিজ্ঞানীদের মতে, বিগত কয়েক দশকে মহাকাশে উপগ্রহের সংখ্যা বেড়েছে। এটা তাঁরা জানতে পারছেন, তাদের শক্তিশালী টেলিস্কোপ দিয়ে। তারা মহাকাশে সেটিকে স্থাপন করেছেন। যার কারণে উপগ্রহগুলি খুঁজে পাওয়া অনেক সহজ হচ্ছে। 2019 থেকে 2023 সালের মধ্যে এই টেলিস্কোপের মাধ্যমে প্রচুর উপগ্রহ আবিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে আর কতগুলি উপগ্রহ শনির তালিকায় যোগ হয়, এখন সেটাই দেখার।

বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া