Chandrayaan-3: ইতিহাস গড়ল ISRO, চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে সফলভাবে রওনা দিল চন্দ্রযান-3
Chandrayaan-3 Launch Timing: আজ, 14 জুলাই এক নতুন ইতিহাস গড়তে প্রস্তুত ISRO। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে শুক্রবার দুপুর 2.35 মিনিটে চন্দ্রযান-3 মিশন উৎক্ষেপণ করবে ইসরো। আপনিও এই ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী থাকতে পারবেন।
Chandrayaan-3 Launch: চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল চন্দ্রযান-3। এই মুহূর্তে দেশবাসী সহ গোটা বিশ্বের নজর রয়েছে চন্দ্রযান-3 (Chandrayaan-3)-এর দিকে। এক নতুন ইতিহাস গড়তে প্রস্তুত ISRO। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে শুক্রবার দুপুর 2.35 মিনিটে চন্দ্রযান-3 মিশন উৎক্ষেপণ করল ইসরো। আপনিও এই ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী থাকুন। ISRO-এর জন্য সব রকমের ব্যবস্থাই করেছে।
অনলাইনে লাইভ দেখতে পাবেন:
ISRO অনুসারে, চন্দ্রযান-3 মিশন লাইভ দেখতে, আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট isro.gov.in-এ যেতে হবে। ISRO টুইটে জানিয়েছে, তাদের ফেসবুক অ্যাকাউন্ট facebook.com/ISRO-এ অনলাইন ইভেন্টটি লাইভ করা হবে। এছাড়াও,ইসরো-র ইউটিউব চ্যানেল ISRO Official-এ এই উৎক্ষেপণ লাইভ দেখতে পাবেন (youtube.com/watch?v=q2ueCg9bvvQ)। শুধু তাই-ই নয়, আপনি দুপুর 2টো থেকে ডিডি ন্যাশনাল (দুরদর্শন)-এ সরাসরি সম্প্রচার দেখতে পাবেন। এবার শুধু সময় গোনার অপেক্ষা।
চন্দ্রযান-3 কীভাবে চাঁদের মাটিতে পা রাখবে?
চন্দ্রযান-3-এ একটি ল্যান্ডার এবং রোভার কনফিগারেশন রয়েছে। এই মিশনের মূল উদ্দেশ্য হল, চাঁদে একটি নিরাপদ সফট ল্যান্ডিং দেখানো। ISRO যদি এটি করতে সফল হয়, তাহলে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ যারা চাঁদে সফট ল্যান্ডিং করবে। কিন্তু এই সফট ল্যান্ডিং কী? নিজের বা পেলোডের কোনওরকম ক্ষতি না করে মহাকাশযানটির নির্বিঘ্নে অবতরণকে বলে ‘সফট ল্যান্ডিং’। যেসব দেশ এই কৃতিত্ব অর্জন করেছে তাদের মধ্যে রয়েছে আমেরিকা, রাশিয়া ও চিন। চন্দ্রযান-3 মিশনের আগে, চন্দ্রযান-2 মিশন 2019 সালের সেপ্টেম্বরে চাঁদের পৃষ্ঠে পৌঁছতে ব্যর্থ হয়েছিল।
Indian Space Research Organisation #ISRO to launch #Chandrayaan3 by LVM3 rocket at 2.35 pm today from Sriharikota. pic.twitter.com/8f5cBjXlnY
— All India Radio News (@airnewsalerts) July 14, 2023