Chandrayaan 4 Mission: চাঁদ থেকে পাথর খুবলে আনবে চন্দ্রযান 4, পৃথিবীতে ফিরবে কীভাবে?
ISRO's Next Moon Mission: ISRO এখন পরবর্তী মিশন, চন্দ্রযান-4-এর দিকে নজর দিচ্ছে। এর লক্ষ্য চাঁদ থেকে মাটির নমুনা সংগ্রহ করা এবং সেগুলিকে ফেরত পাঠানো। এর আগে প্রাথমিকভাবে চন্দ্রযান-3 ল্যান্ডারকে চাঁদে পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর এটি পৃথিবীর কক্ষপথে ফিরে আসতেই বিরাট সাফল্য অর্জন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
চন্দ্রযান 3-এর সাফল্যের পর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) চন্দ্রযান 4-অর জন্য প্রস্তুত। আর এরই মাঝে আবারও চন্দ্রযান-3 -র প্রপালশন মডিউলকে পৃথিবীর কক্ষপথে সফলভাবে প্রত্যাবর্তন করতে পেরেছে। অর্থাৎ ISRO এখন পরবর্তী মিশন, চন্দ্রযান-4-এর দিকে নজর দিচ্ছে। এর লক্ষ্য চাঁদ থেকে মাটির নমুনা সংগ্রহ করা এবং সেগুলিকে ফেরত পাঠানো। এর আগে প্রাথমিকভাবে চন্দ্রযান-3 ল্যান্ডারকে চাঁদে পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর এটি পৃথিবীর কক্ষপথে ফিরে আসতেই বিরাট সাফল্য অর্জন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এতে ইসরো কেবল চাঁদে পৌঁছাতে নয় বরং পেলোডগুলিকে পৃথিবীতে ফিরিয়ে আনতেও সক্ষম হয়েছে।
ISRO ইতিমধ্যেই জানিয়েছে, চন্দ্রযান 4-এ আগের তুলনায় বিশেষ কিছু পার্থক্য থাকবে না। চন্দ্রযান-4 মিশনকে কেন্দ্র করে ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ দেশাই অনেক তথ্য দিয়েছেন। আর সেই তথ্য অনুযায়ী, চাঁদ থেকে পৃথিবীতে পাথর আনা হবে চন্দ্রযান-4 মিশনের মাধ্যমে।
চাঁদ থেকে পৃথিবীতে পাথর কীভাবে আনা হবে?
চাঁদে গিয়ে চন্দ্রযান-4-এর অনেক দায় দায়িত্ব থাকবে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। এমনকি সেই দায়িত্ব পালন করা খুব একটা সহজ হবে না। এর পরিকল্পনাও সহজ হবে না। একে একে সব করতে হবে। একসঙ্গে কোনও কিছুই সম্ভব নয়।
সফট ল্যান্ডিং এবং নমুনা সংগ্রহ: প্রথমেই চন্দ্রযান 4-কে চন্দ্র পৃষ্ঠে সফলভাবে অবতরণ করতে হবে এবং বিশ্লেষণের জন্য নমুনা সংগ্রহ করতে হবে।
চাঁদ থেকে লিফ্ট-অফ: এই ধাপে চন্দ্রের কক্ষপথে পুনঃপ্রবেশ করতে মহাকাশযানটিকে চন্দ্র পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করতে হবে। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় চাঁদ থেকে লিফ্ট-অফ করতে হবে।
স্যাম্পেল রিটার্ন মডিউল: মহাকাশযানটিকে নমুনা সহ বেশ কিছুদিন কক্ষপথে রাখা হবে। পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য কক্ষপথে একটি মডিউলের সঙ্গে তাকে যুক্ত করা হবে।
পৃথিবীর দিকে ফিরে আসবে: ধীরে ধীরে কক্ষপথ ধরে পৃথিবীর দিকে ফিরিয়ে আনা হবে।
রি-এন্ট্রি এবং টাচডাউন: চূড়ান্ত ধাপ হল পৃথিবীর বায়ুমণ্ডলে মহাকাশযানের পুনঃপ্রবেশ এবং নিরাপদ অবতরণ। ইসরো এখনও পর্যন্ত এই কয়েকটি ধাপে চন্দ্রযান-4 মিশনের মাধ্যমে চাঁদ থেকে পাথর তুলে আনা হবে। তারপরেই চলবে গবেষণা।