নতুন স্পেস স্টেশনের বাইরে দুই চিনা নভশ্চরের স্পেস ওয়াক

গত ১৭ জুন স্পেস স্টেশনে পৌঁছেছেন এই তিন নভশ্চর। আপাতত তিনমাস সেখানেই থাকবেন Nie Haisheng, Liu Boming এবং Tang Hongbo।

নতুন স্পেস স্টেশনের বাইরে দুই চিনা নভশ্চরের স্পেস ওয়াক
স্পেস স্টেশনের বাইরে স্পেস ওয়াক করেছেন দুই নভশ্চর।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2021 | 4:05 PM

চিনের নতুন অরবিটাল স্টেশনের বাইরে ‘স্পেস ওয়াক’ করতে দেখা গেল দুই চিনা নভশ্চরকে। জানা গিয়েছে, ১৫ মিটারের একটি লম্বা রোবোটিক আর্ম বা হাত লাগানোর চেষ্টা করছিলেন এই দুই নভশ্চর। সেই সময়েই তাঁদের গতিবিধি ধরা পড়েছে ক্যামেরায়। চিনের একটি টেলিভিশন চ্যানেলে ওই দুই নভশ্চরের স্পেস স্টেশনের বাইরে ‘স্পেস ওয়াক’ করার ছবি দেখানোও হয়েছে। Liu Boming এবং Tang Hongbo, এই দুই চিনা নভশ্চরকে স্পেস স্টেশনের বাইরে স্পেস ওয়াক করতে দেখা গিয়েছে। আর এক নভশ্চর Nie Haisheng ছিলেন স্পেস স্টেশনের ভিতরে।

গত ১৭ জুন স্পেস স্টেশনে পৌঁছেছেন এই তিন নভশ্চর। আপাতত তিনমাস সেখানেই থাকবেন Nie Haisheng, Liu Boming এবং Tang Hongbo। গত মে মাসে মঙ্গল গ্রহে একটি রোবোটিক রোভার পাঠিয়েছে চিন। এই মহাকাশ অভিযানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জটিল পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। সেইসবই ওই স্পেস স্টেশনে বসে তিনমাস ধরে করবেন এই তিন চিনা নভশ্চর।

রবিবার যখন এই তিন নভশ্চরের দু’জন Liu এবং Tang একটি বিশাল রোবোটিক আর্ম ফিট করার কাজ করছিলেন, সেই সময়েই স্পেস স্টেশনের বাইরে তাঁদের স্পেস ওয়াকের মুহূর্ত ধরা পড়েছে। জানা গিয়েছে, এই রোবোটিক আর্ম পরবর্তীকালে বাকি স্পেস স্টেশনের সেটআপের কাজে সাহায্য করবে। এই সমস্ত তথ্য পাওয়া গিয়েছে চিনের স্টেট টিভি মিডিয়ার মাধ্যমে। তারাই জানিয়েছে, নভশ্চরদের পোশাক নাকি এভাবেই ডিজাইন করা হয়েছে, যাতে তাঁরা মহাকাশের শূন্যে ভেসে থেকে কাজ করতে পারেন। ৬ ঘণ্টা পর্যন্ত এই স্পেস স্যুট পরে ভেসে থাকতে পারবেন নভশ্চরার। সেভাবেই তৈরি হয়েছে স্পেস স্যুটের ডিজাইন।

বলা হচ্ছে, পৃথিবীর লোয়ার অরবিটে সবচেয়ে বেশদিন থাকার জন্য এই স্পেস স্টেশন তৈরি করছে চিন। তারই প্রথম এবং সবচেয়ে বড় মডিউল হল তিয়ানহে। গত ২৯ এপ্রিল এই তিয়ানহে- কেই লঞ্চ করা হয়েছিল। অটোম্যাটিক স্পেসক্র্যাফট, খাবার আর জ্বালানী রয়েছে এখানে। এরপর ১৭ জুন একটি Long March 2F রকেটের সাহায্যে Shenzhou-12 মহাকাশযান বা ক্যাপসুলে চড়ে নির্মীয়মাণ এই স্পেস স্টেশনের তিয়ানহে মডিউলে এসে পৌঁছেছেন তিন নভশ্চর।

আগামী বছর অর্থাৎ ২০২২ সালের শেষের মধ্যে ৭০ টনের এই স্পেস স্টেশনে আরও দু’টি মডিউল যুক্ত হবে। জানা গিয়েছে, Shenzhou-12 মহাকাশযান পাঠানো চিনের স্পেস এজেন্সির ১১টি মিশনের মধ্যে তৃতীয় অভিযান। এই ১১টি অভিযানের মধ্যে চারটি মিশনে নভশ্চরদের নিয়েই মহাকাশে পাড়ি দেবে চিনের মহাকাশযান।

আরও পড়ুন- আসছে দেশীয় টসিলিজ়ুমাব, ট্রায়াল হচ্ছে খোদ কলকাতায়