Nomadic Planets: ‘যাযাবর’ গ্রহের তালিকায় রয়েছে পৃথিবীও, ধূলিসাৎ হয়ে যাবে প্রাণীজগৎ; হাতে আর কত দিন?

Latest Science News: বিজ্ঞানীরা অনুমান করেন যে, প্রায় 50 কোটি বছরের মধ্যে সূর্যের অস্তিত্ব ধীরে ধীরে শেষ হতে শুরু করবে। সূর্য আরও উজ্জ্বল এবং উত্তপ্ত হতে থাকবে। আর এই কারণেই পৃথিবীর উপর ধেয়ে আসবে বিরাট বিপদ।

Nomadic Planets: 'যাযাবর' গ্রহের তালিকায় রয়েছে পৃথিবীও, ধূলিসাৎ হয়ে যাবে প্রাণীজগৎ; হাতে আর কত দিন?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 8:09 PM

Earth As Nomadic Planets: মহাকাশে প্রধানত দুই ধরনের গ্রহ রয়েছে। প্রথমত যারা একটি নক্ষত্রের চারপাশে ঘোরে। আর দ্বিতীয়ত, এমন কিছু গ্রহ যারা কোনও নক্ষত্রের মাধ্যাকর্ষণ বলে থাকে না। মহাকাশে ‘যাযাবরের’ মতো এখান থেকে সেখানে ঘুরে বেড়ায়। এই গ্রহগুলির সংখ্যা সম্পর্কে বিজ্ঞানীদের কাছেও নির্দিষ্ট কোনও তথ্য নেই। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, মহাকাশের বিশাল এক বিস্তৃতি জুড়ে তাদের বসবাস। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই যাযাবর গ্রহগুলি, অর্থাৎ যাদের কোনও কক্ষপথ নেই, তারা কীভাবে গঠিত হয়? তবে কি তারা অন্যান্য গ্রহে এসে ধাক্কা খেতে পারে? ভবিষ্যতে যদি পৃথিবীও তার কক্ষপথ থেকে সরে যায়, তাহলে কী ঘটবে? এই সকল প্রশ্নের উত্তর দিয়েছেন বিজ্ঞানীরা। চলুন জেনে নেওয়া যাক।

‘যাযাবর’ গ্রহ কীভাবে তৈরি হয়?

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, যাযাবর গ্রহগুলি মহাকাশে চুপিসাড়ে চলাচল করে। অর্থাৎ এদের দ্বারা বিরাট কোনও ক্ষতি হতে পারে না বলেই মনে করেন তাঁরা। এদের গতি খুবই ধীরে। এমনকি কোনও কোনও গ্রহ সূর্যের কাছে না আসায়, তাদের উপর আলো পড়ে না। ফলে সেই সব গ্রহকে শনাক্ত করতে পারাও কঠিন হয়ে পড়ে। এই ধরনের গ্রহগুলির কীভাবে মহাকাশে আসে, তা জ্যোতির্বিজ্ঞানীদের কাছেও রহস্য হয়ে রয়ে গিয়েছে। তবে কিছু বিজ্ঞানী এর জন্য ব্যাখ্যা দিয়েছেন। তাঁদের মতে, এই গ্রহগুলির কোনও কক্ষপথ না থাকার সবচেয়ে বড় কারণ হল এদের কোনও মাধ্যাকর্ষণ শক্তি নেই। ফলে এরা এক জায়গায় স্থির থাকতে পারে না।

পৃথিবী ‘যাযাবর’ গ্রহে পরিণত হতে পারে?

বিজ্ঞানীরা অনুমান করেন যে, প্রায় 50 কোটি বছরের মধ্যে সূর্যের অস্তিত্ব ধীরে-ধীরে শেষ হতে শুরু করবে। সূর্য আরও উজ্জ্বল এবং উত্তপ্ত হতে থাকবে। আর এই কারণেই পৃথিবীর উপর ধেয়ে আসবে বিরাট বিপদ। পৃথিবী নিজের কক্ষপথ ছেড়ে বেরিয়ে আসবে। মাধ্যাকর্ষণ বল হারিয়ে ফেলতে শুরু করবে।

কী হবে যদি পৃথিবী ‘যাযাবর’ গ্রহে পরিণত হয়?

পৃথিবী যদি যাযাবর গ্রহে পরিণত হয়, তাহলে সীমাহীন অন্ধকার নেমে আসবে। তাপমাত্রা কমতে থাকবে। বায়ুমণ্ডল ভয়ঙ্করভাবে ঠান্ডা হয়ে যাবে এবং জীবনের অবসান ঘটবে। আগ্নেয়গিরির কার্যকলাপ থেমে যাবে। বেঁচে থাকার জন্য সূর্যালোকের প্রয়োজন, আর সেটাই থাকবে না। অর্থাৎ বিজ্ঞানীদের মতে, পৃথিবী যাযাবর গ্রহে পরিণত হলে তাতে আর প্রাণের অবশিষ্টাংশ থাকবে না।