নতুন বছরে সমস্ত দু’চাকার যানের দাম বাড়াতে চলেছে সুজুকি
নতুন বছরে এখনও পর্যন্ত অনেক গাড়ি নির্মাণ সংস্থাই তাদের গাড়ির দাম বৃদ্ধি করেছে।
সব দু’চাকার যানের অর্থাৎ টু-হুইলারের দাম বাড়াতে চলেছে সুজুকি। বর্তমানে ভারতে সুজুকির যেকটি টু-হুইলার বিক্রি হয় সবেরই দাম বাড়বে বলে জানিয়েছে সংস্থা। নতুন বছরে এখনও পর্যন্ত অনেক গাড়ি নির্মাণ সংস্থাই তাদের গাড়ির দাম বৃদ্ধি করেছে। বেড়েছে স্কুটার-বাইকের দামও এবার সেই পথেই হাঁটল সুজুকি।
শোনা গিয়েছে, ১৮৬ টাকার মার্জিনে টু-হুইলারের দাম বাড়াচ্ছে সুজুকি। এত কম দাম বৃদ্ধি এর আগে দেশে হয়নি। দাম বাড়লেও সুজুকির টু-হুইলার যে মধ্যবিত্তের আওতায় থাকবে সেকথা ক্রমশ স্পষ্ট হয়েছে। সেই সঙ্গে অন্যান্য কোম্পানির দু-চাকার যানের সঙ্গে পাল্লা দিয়ে সুজুকির টু-হুইলার ক্রেতাদের ভরসা বজায় রাখতে এবং বাজার ধরতেও সক্ষম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কার দাম বেড়ে কত হল রইল তার তালিকা-
মডেল |
নতুন দাম |
পুরনো দাম |
Access 125 |
৭০,৬৮৬ টাকা থেকে ৭৮,৭৮৬ টাকা |
৭০,৫০০ টাকা থেকে ৭৮,৬০০ টাকা |
Burgman Street 125 |
৮১,২৮৬ টাকা থেকে ৮৪,৭৮৬ টাকা |
৮১,১০০ টাকা থেকে ৮৪,৬০০ টাকা |
Gixxer |
১,১৪,৬৮৭ টাকা |
১,১৪,৫০০ টাকা |
Gixxer SF |
১,২৫,১৫৬ টাকা |
১.২৪.৯৭০ টাকা |
Intruder |
১,২২,৩২৭ টাকা |
১,২২,১৪১ টাকা |
Gixxer 250 |
১,৬৫,৬২৭ টাকা |
১,৬৫,৪৪১ টাকা |
Gixxer SF 250 |
১,৭৬,৩২৬ টাকা থেকে ১,৭৭,১২১ টাকা |
১,৭৬,১৪০ টাকা থেকে ১,৭৬,৯৪১ টাকা |