নতুন ৩৯৯ টাকায় ভি-আই প্ল্যানে বাড়ছে ভ্যালিডিটি

ওয়েবাসইট থেকে নতুন সিমকার্ড কেনার পরেই ভোডাফোন আইডিয়া গ্রাহকদের প্ল্যানে থাকা এই সুবিধে পেতে পারেন

নতুন ৩৯৯ টাকায় ভি-আই প্ল্যানে বাড়ছে ভ্যালিডিটি
নতুন গ্রাহকদের জন্য নতুন প্ল্যান আনল ভোডাফোন-আইডিয়া
Follow Us:
| Updated on: Dec 18, 2020 | 9:19 PM

ভোডাফোন আইডিয়া গ্রাহকদের জন্য সুখবর। ভোডাফোন-আইডিয়া (Vodafone Idea) লঞ্চ করল নতুন 399 টাকার নতুন প্ল্যান। প্রিপেড এবং পোস্ট পেড দু়’ধরনের পরিষেবাতে এই প্ল্যানের অফার থাকছে। তবে এ অফার শুধুমাত্র ভোডাফোন আইডিয়া (ভি আই ওয়েবসাইট) ওয়েবসাইটে সরবরাহ করা যাবে। প্রি-পেড অফারে থাকছে ইন্টারনেট ডেটা, এসএমএস পরিষেবা এবং ২৯৭ টাকার প্ল্যানের থেকে বেশিদিনের ভ্যালিডিটি। এছাড়াএ থাকছে ভি-আই মুভিজ এবং টিভি পরিষেবার অতিরিক্ত সুবিধা। ৩৯৯ টাকার পোস্ট পেড ডিজিটাল এক্সক্লুসিভ প্ল্যানে থাকছে ১৫০ জিবি এবং এসএমএস পরিষেবা।

আরও পড়ুন আসছে স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজ, কেমন দেখতে হবে নতুন ফোন, দামই বা কত?

তবে ওয়েবাসইট থেকে নতুন সিমকার্ড কেনার পরেই ভোডাফোন আইডিয়া গ্রাহকদের প্ল্যানে থাকা এই সুবিধে পেতে পারেন। প্রি-পেড এবং পোস্টপেডে এ সুবিধা থাকছে। ৩৯৯ টডাকার প্রি-পেড প্ল্যআনে থাকছে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা, একশো এসএমএস (প্রতিদিন) এবং ৫৬ দিনের ভ্যালিডিটি। ২৯৭ টাকার প্ল্যানে ছিল ২৮ দিনের ভ্যালিডিটি।

৩৯৯ টাকার পোস্ট-পেড প্ল্যানে রয়েছে ৪০ জিবি ইন্টারনেট ডেটা, ১০০ এসএমএস/মাস, তার সঙ্গে থাকছে ছ’মাসের জন্য ১৫০ জিবি ইন্টারনেট ডেটার অতিরিক্ত সুবিধা। ২০০ জিবি ইন্টারনেট ডেটার রোল ওভারের সুবিধাও থাকছে এই প্ল্যানে। এছাড়া থাকছে ভি-আই মুভিজ এবং টিভি সাবস্ক্রিপশনের অতিরিক্ত সুবিধা।