আসছে স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজ, কেমন দেখতে হবে নতুন ফোন, দামই বা কত?
অনুমান করা হচ্ছে, ২০২১ সালের ১৪ জানুয়ারি লঞ্চ করবে স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের তিনটি ফোন, এস২১, এস২১ প্লাস এবং এস২১ আল্ট্রা।
নতুন বছরে আসতে চলেছে স্যামসাং-এর গ্যালাক্সি এস২১ সিরিজের ফোন। অনুমান করা হচ্ছে, ২০২১ সালের ১৪ জানুয়ারি লঞ্চ করবে স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজের তিনটি ফোন, এস২১, এস২১ প্লাস এবং এস২১ আল্ট্রা। যদিও অফিশিয়াল লঞ্চের আগে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং ইতিমধ্যেই চিনের ক্রেতাদের জন্য নেকস্ট জেনারেশন ৫জি ফ্ল্যাগশিপ এইসব ফোনের প্রি-অর্ডার, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু করেছে।
এর মধ্যে জার্মান ব্লগ WinFuture.de এবং tipster Evan Blass –এর তরফে অনলাইনে স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের এই নতুন ফোনের ছবি অনলাইনে প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে এই ফোনে রয়েছে পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন। ব্যাক প্যানেলে থাকছে রেয়ার ক্যামেরা সেটআপ। এস২১ এবং এস২১ প্লাস-এর ক্ষেত্রে থাকবে তিনটি রেয়ার ক্যামেরা সেটআপ। আর আল্ট্রা ভারসানে ব্যাক প্যানেলে থাকছে মোট পাঁচটি রেয়ার ক্যামেরা। আল্ট্রা ভারসানের ফোনে থাকছে এলিইডি ফ্ল্যাশ এবং কার্ভড প্যানেল। আর এস২১ এবং এস২১ প্লাস মডেলে থাকছে ফ্ল্যাট ডিসপ্লে। এছাড়াও এস২১ প্লাস এবং আল্ট্রা মডেলে বায়োমেট্রিক অথেনটিকেশনের জন্য থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। আল্ট্রা ভারসানের ফোন পাওয়া যাবে সম্ভব্য তিনটি রঙে। আর বাকি দুটি মডেল পাওয়া যাবে দুটো রঙে। তবে কোন রঙে পাওয়া যাবে সেই ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
সম্ভাব্য ফিচার-
১। স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের নতুন ফোনগুলিতে থাকতে পারে আনড্রয়েড ইলেভেন।
২। ৬.২ ইঞ্চি স্ক্রিন থাকতে পারে এস২১-এ। আর এস২১+ -এর ক্ষেত্রে ৬.৭ ইঞ্চি এবং আল্ট্রা ভারসানে ৬.৮ ইঞ্চি স্ক্রিন থাকার সম্ভাবনা রয়েছে।
৩। এই ফোনগুলিতে থাকতে পারে 120Hz রিফ্রেশ রেট।
৪। আল্ট্রা ভারসানের ফোনে থাকতে পারে WQHD প্লাস রেসোলিউশন।
৫। এস সিরিজের ফোনে থাকবে Qualcomm Snapdragon 888 প্রসেসর।
৬। এস২১-এ থাকতে পারে 4000mAh ব্যাটারি। এস২১ প্লাস-এ থাকতে পারে 4800mAh ব্যাটারি। আর আল্ট্রা ভারসানে থাকতে পারে 5000mAh ব্যাটারি।
৭। এস২১ এবং এস ২১ প্লাস মডেলের ক্ষেত্রে তিনটি করে ক্যামেরা থাকবে। ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৬৪ মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকবে। এছাড়াও থাকবে এলইডি ফ্ল্যাশ। আর আল্ট্রা ভারসানের ফোনে ব্যাকআপ প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে। প্রাইমারি সেনসর ১০৮ মেগাপিক্সেল। এছাড়া ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর থাকবে। এছাড়াও ওই সেটআপে থাকবে ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স যার মধ্যে থাকবে ৩এক্স এবং ১০এক্স অপটিকাল জুম।
সম্ভাব্য দাম-
১. Landsk-র রিপোর্ট অনুযায়ী গ্যালাক্সি এস২১-এর সম্ভাব্য দাম মার্কিন ৮৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় ৬৬,৪০০ টাকা।
২. গ্যালাক্সি এস২১ প্লাসের সম্ভাব্য দাম ১০৯৯ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ৮১,২০০ টাকার আশেপাশে।
৩. গ্যালাক্সি এস২১ আল্ট্রা-র সম্ভাব্য দাম ১২৫০ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ৯২,৩০০ টাকা।