এখনই ভারতে ফিরছে না পাবজি, কী জানাল কেন্দ্রীয় মন্ত্রক?
প্রসঙ্গত, কয়েক মাস আগে লাদাখে ভারত-চিন সীমান্তে দুই দেশের সেনার সংঘর্ষের পরেই উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। এর পরই একাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ বা ব্যান করে ভারত সরকার। সেই তালিকায় ছিল অন্যতম জনপ্রিয় পাবজি গেম।
এখনই ভারতে ফিরছে না পাবজি মোবাইল ইন্ডিয়া। গতকাল, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। ভারতে কবে ফিরছে জনপ্রিয় গেম পাবজি তা নিয়ে কৌতূহলের সীমা ছিল না গেমারদের মনে। গুগলের সার্চ ইঞ্জিনেও অসংখ্য বার এই প্রশ্নের উত্তর খুঁজে ফেলছেন গেম প্রেমীরা।
তবে এবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে এখনও ভারতে পুনরায় পাবজি মোবাইল ইন্ডিয়া লঞ্চ করার জন্য ছাড়পত্র দেওয়া হয়নি। জানা গিয়েছে, ভারতে কবে নতুন করছে পাবজি এই প্রসঙ্গে দুটি আলাদা আরটিআই করা হয়েছিল। সেই দুটি আরটিআই-এর জবাবেই কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে এখনই ভারতে ফিরছে না পাবজি। একটি সূত্রে খবর, নতুন বছর মার্চ মাসের আগে ভারতে জনপ্রিয় গেম পাবজি রি-লঞ্চের সম্ভাবনা নেই।
জানা গিয়েছে, মিডিয়ানামা এবং জিইএম ইস্পোর্টস নামে দুটি সংস্থা এই আরটিআই ফাইল করেছিল। তাদের আরটিআই অ্যাপ্লিকেশনের ভিত্তিতেই জবাব দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। ওই দুই সংস্থা তাদের সংশ্লিষ্ট আরটিআই-এ জানতে চেয়েছিল যে কেন্দ্রীয় সরকার গুগল এবং অ্যাপেল স্টোরে পুনরায় পাবপজি মোবাইল ইন্ডিয়া লঞ্চ করার অনুমতি দিয়েছে কিনা। সেই প্রশ্নের জবাবেই ভারত সরকারের তরফে জানানো হয়েছে এখনও দেশে নতুন করে পাবজি লঞ্চের অনুমদন দেওয়া হয়নি। কবে ভারতে ফিরবে পাবজি সেই বিষয়েও স্পষ্ট করে কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার।
মাঝে অবশ্য শোনা গিয়েছিল ক্রিসমাসের সময় ভারতে ফিরতে পারে পাবজি মোবাইল ইন্ডিয়া। কয়েক দিন আগে টুইটারে সাগর ঠাকুর নামে এক বিখ্যাত গেমার টুইট করে জানান, ২৫ ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসেই নাকি ভারতে নতুন করে রিলিজ হবে পাবজি মোবাইল ইন্ডিয়া। গেমারদের একটা বড় অংশ সাগরের টুইটে কমেন্ট করে তাঁদের সমর্থন জানান। সেই তালিকায় ছিলেন আর এক বিখ্যাত গেমার এবং পাবজি মোবাইল কমেন্টেটার ওশান শর্মা।
প্রসঙ্গত, কয়েক মাস আগে লাদাখে ভারত-চিন সীমান্তে দুই দেশের সেনার সংঘর্ষের পরেই উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। এর পরই একাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ বা ব্যান করে ভারত সরকার। সেই তালিকায় ছিল অন্যতম জনপ্রিয় পাবজি গেম।