ওয়েব হোয়াটসঅ্যাপে নতুন সুরক্ষা বলয়, ফোনের অ্যাকাউন্ট জুড়তে চাইলে দিতে হবে বায়োমেট্রিক তথ্য

এক্ষেত্রে ফেসলক বা ফিঙ্গারপ্রিন্ট অপশন থাকবে। এই দুইয়ের সাহায্যে ইউজাররা অথেনটিকেশন লেয়ার পার করলে তবেই হোয়াটসঅ্যাপের ওয়েব ভারসানে ঢুকতে পারবেন বা অ্যাকসেস পাবেন।

ওয়েব হোয়াটসঅ্যাপে নতুন সুরক্ষা বলয়, ফোনের অ্যাকাউন্ট জুড়তে চাইলে দিতে হবে বায়োমেট্রিক তথ্য
বেশ কয়েক মাস ধরে হোয়াটসঅ্যাপ ইউজারদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।
Follow Us:
| Updated on: Jan 28, 2021 | 5:26 PM

হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপের ক্ষেত্রে নতুন ভাবে সুরক্ষার ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত এবং গোপনে রাখার জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু হয়েছে। এবার থেকে কোনও ইউজার নিজের ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওয়েব ভারসানে লিঙ্ক করতে চাইলে ওই নির্দিষ্ট ইউজারের কাছে প্রমাণ চাইবে সংস্থা। এক্ষেত্রে ফেসলক বা ফিঙ্গারপ্রিন্ট অপশন থাকবে। এই দুইয়ের সাহায্যে ইউজাররা অথেনটিকেশন লেয়ার পার করলে তবেই হোয়াটসঅ্যাপের ওয়েব ভারসানে ঢুকতে পারবেন বা অ্যাকসেস পাবেন।

হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, একজন ব্যবহারকারী তাঁর মুখের ছবি (ফেসলক) এবং আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নিজের ফোনেও রাখতে পারেন। সেক্ষেত্রে ওই ফোনের অপারেটিং সিস্টেম বা ওএস থেকে কেউ এই তথ্য ইউজারের অজান্তে জেনে নিতে পারবে না।

কিন্তু বায়োমেট্রিক পদ্ধতিতে কেন ইউজারদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত করতে চাইছেন কর্তৃপক্ষ?

একজন নির্দিষ্ট ব্যবহারকারীর অনুপস্থিতিতে কেউ যেন সেই ইউজারের ডেস্কটপ বা ল্যাপটপ থেকে তাঁর অ্যাকাউন্টে ঢুকতে না পারে সেই জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। অতএব ইউজারদের ব্যক্তিগত তথ্য যেমন চ্যাট, গ্রপ চ্যাট, ছবি ও অন্যান্য তথ্য সুরক্ষিত রাখাই হোয়াটসঅ্যাপের বর্তমান লক্ষ্য। তবে হোয়াটসঅ্যাপের তরফে কোনও ইউজারের বায়োমেট্রিক ইনফরমেশন বা তথ্য রেখে দেওয়া হবে না। বরং এগুলো থাকবে ব্যবহারকারীরা নিজস্ব ব্যক্তিগত ডিভাইসে।

বেশ কয়েক মাস ধরে হোয়াটসঅ্যাপ ইউজারদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আসবে। আর এই বদল বা আপডেটের ফলে নাকি ইউজারদের তথ্যের নয়ছয় হবে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে যাবে এইসব তথ্য। হোয়াটসঅ্যাপ অবশ্য বিবৃতি দিয়ে সাফ জানিয়েছে, এমন কিছুই ঘটবে না। তবে তাতে মন ভোলেনি ইউজারদের। একপ্রকার হয়েই হোয়াটসঅ্যাপ ছেড়ে অনেকে সিগন্যাল মেসেজিং অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন।