আগামী ২৩ এপ্রিল এমআই ১১ আলট্রার সঙ্গে শাওমির আরও চারটি ফোন লঞ্চ হতে পারে ভারতে
এমআই ১১, এমআই ১১ প্রো, এমআই ১১ আই এবং এমআই ১১ লাইট... এই চারটি মডেলের ব্যাপারে এখনও বিশদে কোনও তথ্য শাওমি কর্তৃপক্ষ জানাননি। তবে এমআই ১১ আলট্রা যে আগামী ২৩ এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে, এটা নিশ্চিত খবর।
আগামী ২৩ এপ্রিল ভারতে লঞ্চ হবে এমআই ১১ সিরিজ। এর আগে শোনা গিয়েছিল এমআই ১১ আলট্রা লঞ্চ হবে সেদিন। শাওমি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন টুইটে জানিয়েছেন একথা। তবে এবার জানা গিয়েছে, এমআই ১১ আলট্রা- র সঙ্গে আরও তিনটি ফোন লঞ্চ হবে ভারতে। শোনা যাচ্ছে, এমআই ১১, এমআই ১১ প্রো এবং এমআই ১১ আই… এই তিনটি মডেলও আগামী ২৩ এপ্রিল ভারতে লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে এর সঙ্গে এমআই ১১ লাইট-ও সেদিনই লঞ্চ হতে পারে ভারতে। যদিও এখনও পর্যন্ত এমআই ১১ আলট্রার টিজারই প্রকাশ্যে এসেছে।
গতবছর ডিসেম্বর মাসে চিনে ডেবিউ করেছিল এমআই ১১ সিরিজ। লঞ্চ হয়েছিল ভ্যানিলা এমআই ১১ মডেল। এরপর চলতি বছর ৮ ফেব্রুয়ারি এই ফোন গ্লোবালি অর্থাৎ বিশ্বের বাজারে লঞ্চ হয়েছে। অন্যদিকে এমআই ১১ আলট্রা এবং এমআই ১১ সিরিজের আরও দু’টি ফোন ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে।
মনু কুমার জৈনের টুইট থেকে জানা গিয়েছে, এমআই ১১ সিরিজের এইসব ফোনে থাকবে Qualcomm Snapdragon 888 SoC প্রসেসর। সেই সঙ্গে এও জানা গিয়েছে যে, ২৩ এপ্রিল এমআই ১১ সিরিজের একাধিক ফোন লঞ্চ হতে চলেছে। এই সিরিজের মধ্যে এমআই ১১ লাইট মডেল লঞ্চ হতে পারে এবং সেখানে থাকতে পারে Qualcomm Snapdragon 780G SoC প্রসেসর। বলা হচ্ছে, এমআই ১১ সিরিজের ‘চিপেস্ট’ ফোন হল এই মডেল।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হল রিয়েলমি ‘সি’ সিরিজের তিনটি মডেল, কত দামে কোথায় পাওয়া যাবে এইসব ফোন?
এমআই ১১, এমআই ১১ প্রো, এমআই ১১ আই এবং এমআই ১১ লাইট… এই চারটি মডেলের ব্যাপারে এখনও বিশদে কোনও তথ্য শাওমি কর্তৃপক্ষ জানাননি। তবে এমআই ১১ আলট্রা যে আগামী ২৩ এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে, এটা নিশ্চিত খবর। এই ফোনে থাকতে পারে ৬.৮১ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে (2K WQHD+ E4 AMOLED quad-curved)। সেই সঙ্গে থাকতে পারে ১.১ ইঞ্চির AMOLED সেকেন্ডারি ডিসপ্লে। এই ডিসপ্লে থাকবে ফোনের পিছনের অংশে অর্থাৎ ব্যাক প্যানেলে। অনুমান করা হচ্ছে, ভারতে লঞ্চ হওয়ার পর এই মডেলের দাম শুরু হবে ৭০ হাজার টাকা থেকে