আরিয়ানের অমতেই এই কাজটি করলেন সুহানা!

আরিয়ানের (Aryan Khan) অমতেই এই কাজটি করে ফেললেন শাহরুখ-কন্যা সুহানা খান (Suhana Khan)। তার পর?

আরিয়ানের অমতেই এই কাজটি করলেন সুহানা!
বাঁ দিকে সুহানা এবং ডান দিকে আরিয়ান।
Follow Us:
| Updated on: Nov 04, 2020 | 9:28 AM

TV9বাংলা ডিজিটাল: দাদা বারণ করেছিল অথচ শুনল না বোন। আরিয়ানের (Aryan Khan) অমতেই এই কাজটি করে ফেললেন শাহরুখ-কন্যা সুহানা খান (Suhana Khan)। তার পর?

গত মঙ্গলবার ছিল শাহরুখ খানের (Shah Rukh Khan) ৫৫ তম জন্মদিন। আইপিএলের জন্য আপাতত সপরিবারে দুবাইয়ে তিনি। মেয়ে সুহানা, ছেলে আরিয়ান এবং আব্রামের সঙ্গে সেখানেই জমিয়ে জন্মদিন সেলিব্রেশন চলেছে তাঁর। মন্নতের সামনে ভক্তদের উচ্ছ্বাস মিস করলেও কিং খানের জন্য দুবাই সাজিয়েছিল অভিনব উপহার। মরুদেশের গগনছোঁয়া অট্টালিকা বুর্জ খলিফায় ভেসে উঠেছিল শাহরুখের ছবি। তাতে লেখা, ‘হ্যাপি বার্থ ডে শাহরুখ’। সে ছবি পোস্টও করেছিলেন কিং খান। মেয়ে সুহানাও ছবি তুলেছিলেন বাবা এবং ভাইদের সঙ্গে। দাদা আরিয়ানের কোলে তাঁর মাথা, শাহরুখ জড়িয়ে রয়েছেন আব্রামকে। সুহানা-শাহরুখ এবং আব্রামের হাসিমাখা মুখের মাঝে আরিয়ান যেন ‘অড ওয়ান আউট’। তিনি সিরিয়াস, মুখ গম্ভীর। চাপা স্বভাবের আরিয়ান চেয়েছিলেন তাঁর এই একান্তই ব্যক্তিগত ছবি ব্যক্তিগতই থাক।

Aryan Khan didn't want Suhana Khan to post this family pic with SRK and AbRam

এই ছবিই পোস্ট করেছেন সুহানা।

কিন্তু সুহানা শুনলেন না। সোশ্যাল মিডিয়ায় সুপার অ্যাক্টিভ বছর কুড়ির কন্যে ইনস্টাস্টোরিতে পোস্ট করে ফেললেন সেই পারিবারিক ছবি। এখানেই শেষ নয়, দাদাকে আরও একটু রাগানোর জন্য ছবির মধ্যেই আরিয়ানের মুখের উপরে সাদা রঙের গোটা গোটা অক্ষরে লিখলেন, ” ও তো আমায় ছবিটা পোস্ট করে দেবে না কিন্তু আমি চাইছিলাম পোস্ট করতে…আর তাই করলামও”। আরিয়ান যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি। বোনের উপরে কি বেজায় চটেছেন তিনি?

শুধু বাবা বা ভাইয়েদের সঙ্গেই নয়, তুতো বোন আলিয়া ছিব্বা এবং মানভি গৌরের সঙ্গেও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন সুহানা। অন্য দিকে জন্মদিনে বিদেশের মাটিতে বিশেষ শুভেচ্ছায় আপ্লুত হয়ে শাহরুখও পোস্ট করেছিলেন একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, বুর্জ খলিফা যখন এসআরকে’র ছবিতে সেজে উঠছে তখন কাছেই দাঁড়ান তাঁর অগণিত ভক্তকুল ফেটে পড়ছেন উচ্ছ্বাসে। কেউ নাচছেন আবার কেউ বা উচ্চস্বরে চিৎকার করছেন। ‘এসআর কে, এস আরকে’…দুবাইয়ের বাতাসেও ভেসে বেড়াচ্ছে কিং খান ম্যাজিক আর এক টুকরো বলিউড।