Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: 11 মাসের দুধের শিশুকে সিগারেট খাওয়াচ্ছেন মা, বাচ্চার অনর্গল কাশি, এদিকে হাসছেন জন্মদাত্রী

Viral Video Today: একটা কোলের শিশু যদি ধূমপান করে, কেমন লাগে তাহলে? সম্প্রতি তেমনটাই ঘটেছে মাত্র 11 মাসের একটি শিশুর সঙ্গে। আর এমনটা করার জন্য ছোট্ট বাচ্চাটিকে উৎসাহিত করেছে তারই মা।

Viral Video: 11 মাসের দুধের শিশুকে সিগারেট খাওয়াচ্ছেন মা, বাচ্চার অনর্গল কাশি, এদিকে হাসছেন জন্মদাত্রী
এ কেমন মা!!
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2023 | 6:09 PM

Latest Viral Video: ধূমপান যে কোনও বয়সেই ক্ষতিকারক, তা সে কিশোর বয়সে হোক বা প্রাপ্তবয়সে। বিড়ি, সিগারেট বা অন্য যে কোনও তামাকজাত দ্রব্য ধূমপান করা মানবদেহের জন্য বিপজ্জনক। সেই কারণেই সিগারেট ও বিড়ি প্যাকেটেও আপনার জন্য থাকে কড়া সতর্কবার্তা। কিন্তু একবার ভেবে দেখুন, একটা কোলের শিশু যদি ধূমপান করে, কেমন লাগে তাহলে? আর সেই শিশুকে দিয়ে যদি তার মা-বাবাই এমন ন্যক্কারজনক কাজটি করায়, তাহলেই বা কেমন লাগে? সম্প্রতি তেমনটাই ঘটেছে মাত্র 11 মাসের একটি শিশুর সঙ্গে। আর এমনটা করার জন্য ছোট্ট বাচ্চাটিকে উৎসাহিত করেছে তারই মা। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে, যা দেখে নেটিজ়েনরা ক্ষোভে ফুঁসছেন।

ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, একজন মা তার কোলের ছোট্ট শিশুর মুখে ই-সিগারেট গুঁজে দিচ্ছেন, যার বয়স মাত্র 11 মাস। নেটিজ়েনরা এটা ভেবেই অবাক হচ্ছেন যে, একটা মা তাঁর সন্তানের সঙ্গে এমন ন্যক্কারজনক কাজ কীভাবে করতে পারেন। কিন্তু তার থেকেও যে আরও একটা ভাবনার বিষয় রয়েছে। এই ভিডিয়োটা রেকর্ডই বা করলেন কে, আর তারপর তা সোশ্যাল মিডিয়ায় পোস্টই বা কে করলেন?

7 News Adelaide-এর একটি রিপোর্ট অনুযায়ী, এই ভিডিয়োটি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের। ভিডিয়োতে দেখা গিয়েছে, বাচ্চার সঙ্গে ছিল তাঁর মা ও মায়ের বোন। বাচ্চাটির মা এবং মাসি দুজনেই ই-সিগারেটের মাধ্যমে ধূমপান করছিলেন। এমন সময়েই ওই মা তাঁর দুধের শিশুকে জিজ্ঞেস করেন যে, সে-ও কি ধূমপান করতে চায়? তারপর তার মুখে ই-সিগারেট দিয়ে ভ্যাপ প্রয়োগ করতে থাকেন মহিলা। যতক্ষণ না পর্যন্ত 11 মাসের ওই বাচ্চাটি ধোঁয়া মিশ্রিত শ্বাস নিয়ে কাশতে শুরু করে, ততক্ষণ তার মুখে ই-সিগারেটটি জ্বলতেই দেখা যায়। তার থেকেও লজ্জাজনক বিষয়টি হল, বাচ্চাটির কাশি শুরু হতেই হাসতে থাকেন ওই মহিলা অর্থাৎ শিশুটির মা।


ভিডিয়োটি ভাইরাল হতেই নেটপাড়ার লোকজন শিশুটির মাকে তীব্র ভর্ৎসনা করেন। জল এতদূর গড়ায় যে, বাচ্চাটির অবস্থা জানার পর পুলিশ পর্যন্ত পৌঁছে যায় ওই বাড়িতে। যদিও পুলিশ গিয়ে দুধের শিশুকে সুস্থ অবস্থায় দেখার পর তার মায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেয়নি।

যদিও পরবর্তীতে মহিলা এই ঘটনার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের কাছে। ডেইলি টেলিগ্রাফের সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করেছেন, এরকমটা তিনি কখনই করতে চাননি। স্রেফ কিছুটা মজার ছলেই এমনটা করেছিলেন তিনি, কিন্তু তা যে এরকম সিরিয়াস পর্যায়ে পৌঁছে যেতে পারে কল্পনা করতে পারেননি বলে জানিয়েছেন ওই মহিলা।