Viral Video: দাঁতাল হাতিকে উত্যক্ত করতে গিয়ে লেজ ধরে টানাটানি, ‘লজ্জাজনক’ কাণ্ড দেখে ধিক্কার নেটিজেনদের

Latest Viral Video: ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর পুলিশ বিষয়টি সম্পর্কে জানতে পারে, তারপরে পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। IFS অফিসার সুশান্ত নন্দাও এই ভিডিয়োতে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু ভাইরাল হওয়া এই ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?

Viral Video: দাঁতাল হাতিকে উত্যক্ত করতে গিয়ে লেজ ধরে টানাটানি, 'লজ্জাজনক' কাণ্ড দেখে ধিক্কার নেটিজেনদের
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2023 | 7:47 PM

ওড়িশার আঙ্গুল জেলায় (অনুগুল নামেও পরিচিত) একটি বন্য হাতিকে উত্যক্ত করে এক ব্যক্তি। আর সেই ঘটনাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হাতিটির সঙ্গে জঘন্য আচরন করার সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর পুলিশ বিষয়টি সম্পর্কে জানতে পারে, তারপরে পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। IFS অফিসার সুশান্ত নন্দাও এই ভিডিয়োতে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু ভাইরাল হওয়া এই ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, ওই ব্যক্তি প্রথমে বনে ভিতরে যান। তারপর সে হাতির লেজ ধরে আক্রমণ করতে চায়। তারপরে হাতিটিও রেগে গিয়ে এদিক ওদিক ছুটতে থাকে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে, সুশান্ত নন্দা এই ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখেছেন, “বিষয়টি আঙ্গুল জেলার। যে এই ব্যক্তি এবং তার স্থান সম্পর্কে তথ্য দেবে, তাকে গোপন রেখে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।”

ব্যক্তিটিকে গ্রেফতার করা হয়েছে-

যে ব্যক্তি হাতিটির সঙ্গে এমন আচরণ করেছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। সুশান্ত নন্দা অন্য পোস্টে লিখেছেন, “অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম দিলীপ সাহু। তাকে যতটা সম্ভব বিব্রত করার জন্য রিটুইট করুন, যাতে তিনি আবার একই ভুল করার সাহস না পান।” ভিডিয়োটি দেখে অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এমন মানুষের গ্রেফতার হওয়াই উচিত।” আরও এক ব্যক্তি রেগে গিয়ে কমেন্টে লিখেছেন, “এই ধরনের আচরণের কোনও মানে হয় না। প্রাণীদের তাদের মতো করে ছেড়ে দেওয়া উচিৎ। সবচেয়ে অবাক ব্যপার হল সেখানে দাঁড়িয়ে পুরো ব্যপারটার মজার নিচ্ছেন অনেকেই।”