Viral Video: ওয়ার্ক ফ্রম হোম তাও ঠিক ছিল, তাই বলে ওয়ার্ক ফ্রম সিনেমা? কাণ্ড দেখুন শুধু!
Latest Viral Video: সোশ্য়াল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যাক্তি সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে কাজ ল্যাপটপ খুলে কাজ করেছেন। এমন কখনও হয়েছে নাকি আপনার সঙ্গে?
Viral Video Today: করোনা মহামারীর পর থেকে বিভিন্ন অফিসেই বহুদিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ চলেছে। এমনকি এখনও পর্যন্ত অনেক অফিস সেই সুবিধা দিচ্ছে। ফলে অনেকে ঘুরতে গিয়েও সেখান থেকে অফিসের কাজ করছেন। বেশিরভাগ মানুষই নিজের জন্য বিশেষ সময় বের করে নিয়ে এদিক ওদিক ছুটি কাটাতে যান। আবার অনেকে অফিসের শেষে কোথাও নিজের পছন্দ মতো কোনও জায়গায় চলে যান। যারা সিনেমা দেখতে ভালবাসেন, তারা সিনেমা হলে সিনেমা দেখে সময় কাটান। কিন্তু তাই বলে সিনেমা হলেও অফিসের কাজ? এমন কখনও হয়েছে নাকি আপনার সঙ্গে? সোশ্য়াল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যাক্তি সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে কাজ ল্যাপটপ খুলে কাজ করেছেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি সিনেমা হলে ল্যাপটপ নিয়ে কাজ করেছেন। আর সেই কাণ্ড দেখে হতবাক বাকিরা। কিছুটা বিরক্তও বটে। অন্ধকার সিনেমা হলে ল্যাপটপের আলো যে পাশের জনের চোখে লাগবে না, তা একেবারেই বলা ভুল। ভিডিয়োটি সিনেমা হলে উপস্থিত অন্য একজন করেছেন।
View this post on Instagram
এই ভিডিয়োটি 10 এপ্রিল ইনস্টাগ্রাম পেজ @bangalore_malayalis পোস্ট করা হয়েছে। তিনি এটির ক্যাপশন লিখেছেন, “যখনই আপনি মনে করেন যে আপনি এটি সব দেখে ফেলেছেন, তখনই বেঙ্গালুরুতে নতুন কিছু একটা হয়ে যায়।” এখনও পর্যন্ত ভিডিয়োটিতে 7 লাখ 32 হাজার ভিউ এবং 42 হাজারের বেশি লাইক হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ বলেছেন, “আমি শুধু জানতে চাই উনি কোন কোম্পানিতে কাজ করেন?” আরও এক ব্যবহারকারী লিখেছেন, “এত দিন আমি ওয়ার্ক ফ্রম হোম দেখছিলাম। এবার ওয়ার্ক ফ্রম সিনেমা হলও দেখে নিলাম।”