Viral Video: বিড়ালের এক থাপ্পড় খেয়ে পাল্টা তেড়ে গেল ক্ষুদ্র ইঁদুর, ভাইরাল এই বাস্তবের টম অ্যান্ড জেরি

Mouse And Cat Fighting Video: সাধারণত দেখা যায় বিড়াল যেখানেই ইঁদুর দেখে তাকে তাড়া করে আক্রমণ করে এবং ইঁদুর তার জীবন বাঁচাতে পথ খুঁজে নেয়। কিন্তু ভাইরাল হওয়া ভিডিয়োয় যা ঘটেছে, তা সম্পূর্ণ উল্টো।

Viral Video: বিড়ালের এক থাপ্পড় খেয়ে পাল্টা তেড়ে গেল ক্ষুদ্র ইঁদুর, ভাইরাল এই বাস্তবের টম অ্যান্ড জেরি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2023 | 7:00 AM

Latest Viral Video: ইন্টারনেট দুনিয়ায় পশুদের লড়াই ঝগড়া, এই সব ভিডিয়ো প্রায়শই ভাইরাল হয়। বিশেষ করে কুকুর-বিড়াল সংক্রান্ত ভিডিয়োগুলি মানুষ বেশ পছন্দ করে। বিড়াল যে ইঁদুর ধরবে সেটাই স্বাভাবিক। অনেকে তো বাড়িতে ইঁদুরের উৎপাতের কারণে বিড়াল পোষেনও। সাধারণত দেখা যায় বিড়াল যেখানেই ইঁদুর দেখে তাকে তাড়া করে আক্রমণ করে এবং ইঁদুর তার জীবন বাঁচাতে পথ খুঁজে নেয়। কিন্তু ভাইরাল হওয়া ভিডিয়োয় যা ঘটেছে, তা সম্পূর্ণ উল্টো। এমন কখনও দেখেছেন, ইঁদুরকে একটি বিড়াল ভয় পাচ্ছে? সাম্প্রতিক এমনই একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে একটি বিড়াল ইঁদুরকে আক্রমণ করতেই সে পাল্টা জবাব দিল। আর সে এমন কিছু করল, যে বিড়ালটি তাতে ভয়ে চমকে উঠল। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতেই অধিকাংশ নেটিজেন এটি দেখে অবাক হয়েছেন।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বিড়াল রাস্তা দিয়ে যাচ্ছে এবং একই সময়ে তার চোখ একটি ইঁদুরের উপর পড়ে। সে তার কাছে দৌড়ে এসে তাকে সপাটে চড় মারে। আপনি নিশ্চয়ই ভাবছেন যে, এখান থেকে ইঁদুরটি পালিয়েছে। কিন্তু ইঁদুরটিও বিড়ালের আক্রমণে পাল্টা জবাব দিল এবং তাকে দেখিয়ে দিল যে, সেও কারও থেকে কম নয়। বিড়ালটির উপর রেগে গিয়ে দু’বার তার দিকে আক্রমণ করার চেষ্টা করল। আর তারপরেই উল্টে সপাটে চড় মেরে দিল বিড়ালটিকে। আর তাতেই ভয়ে শিউরে উঠল বিড়ালটি। ভিডিয়োটি দেখার পর আপনারও হাসি থামবে না।

এই ভিডিয়োটি ranthambore.vibes নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে 2 হাজারেরও বেশি লাইক হয়েছে। একই সঙ্গে ভিডিয়োটি দেখে অনেকে কমেন্টও করেছেন। একজন ব্য়বহারকারী লিখেছেন, “ইঁদুরও আর বিড়ালের অত্য়াচার বেশি দিন সহ্য় করবে না।”