Viral Video: বয়স্ক স্বামীকে খাইয়ে দিচ্ছেন স্ত্রী, এই ভিডিয়ো আপনার মুখে হাসি ফোটাবে, কাঁদাবেও

Viral Video Today: ছোট্ট ভিডিয়োতে দেখা গিয়েছে, বয়স্ক এক মহিলা খুব যত্নের সঙ্গে তাঁর স্বামীকে খাইয়ে দিচ্ছেন। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিয়ো সত্যিই আপনাকে একবার সত্যিকারের ভালবাসার কথাটা মনে করিয়ে দেবে।

Viral Video: বয়স্ক স্বামীকে খাইয়ে দিচ্ছেন স্ত্রী, এই ভিডিয়ো আপনার মুখে হাসি ফোটাবে, কাঁদাবেও
মন ভাল করা কিছু ভিডিয়ো দেখে কখনও মন খারপও করে!!
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2023 | 7:30 AM

Latest Viral Video: এমন একটা ভিডিয়ো দেখবেন, যা আপনাকে হাসাবে, কাঁদাবে, দুই-ই করবে। তাহলে চমৎকার একটি ক্লিপ রয়েছে আপনাদের জন্য। ছোট্ট ভিডিয়োতে দেখা গিয়েছে, বয়স্ক এক মহিলা খুব যত্নের সঙ্গে তাঁর স্বামীকে খাইয়ে দিচ্ছেন। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিয়ো সত্যিই আপনাকে একবার সত্যিকারের ভালবাসার কথাটা মনে করিয়ে দেবে।

View this post on Instagram

A post shared by Aba Zeons  (@aba_zeons)

আবা জিয়ন নামের এক অ্যানিমেটর এই ভাইরাল ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ছোট্ট ক্লিপটিতে দেখা গিয়েছে, একটি অনুষ্ঠানে বয়স্ক ওই মহিলা তাঁর স্বামীকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন। নিজের হাতে করেই স্বামীর মুখে তুলে দিচ্ছেন একটা-একটা করে গ্রাস। ভিডিয়োটা দেখার পর আপনার মনে হবে, সত্যিই যেন খুব মূল্যবান একটা ভিডিয়ো।

ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, কিছু মানুষের মধ্যে দিয়ে বেঁচে থাকা। ইনস্টাগ্রামে প্রায় 11 মিলিয়বনেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। লাইক পড়েছে 12 লাখ 85 হাজারের কাছাকাছি। আর ভিডিয়োটি দেখার পরে বয়স্ক যুগলকে যেন ভালবাসা না দেখিয়ে থাকতে পারছিলেন না নেটিজ়েনরা। নানাবিধ মন্তব্য করেছেন তাঁরা।

একজন লিখেছেন, “ঈশ্বর সর্বদা তাঁদের মঙ্গল করবেন।” আর একজন যোগ করলেন, “পবিত্র একটা ভিডিয়ো দেখলাম।”