Viral Video: অতি উৎসাহে ঘরে ঢুকছিল চোর, তারপর যা কাণ্ড হল… শিখে নিন আপনিও

Thief Run Away Viral Video: এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 10 হাজারের বেশি লাইক এবং অনেক ভিউ পেয়েছে। অনেকে কমেন্টও করেছেন।

Viral Video: অতি উৎসাহে ঘরে ঢুকছিল চোর, তারপর যা কাণ্ড হল... শিখে নিন আপনিও
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2023 | 10:50 AM

Latest Viral Video: অনেক এলাকাতেই চোরের উৎপাত রয়েছে। তার কারণে বাড়ি ফাঁকা রেখে যেতে চান না অনেকেই। কোথাও ঘুরতে গেলেও ভাবতে থাকেন, সব ঠিক ঠাক আছে তো। সাধারণত রাতের বেলায় চুরি-ডাকাতির ভয়টা বেশি। কিন্তু তাবলে দিনদুপুরে? হ্যাঁ কোথাও সাইকেল রেখে গেলেন, যাওয়ার সময় দেখেও গেলেন যে ঠিক করে লক হয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে এসে দেখলেন আপনার সাইকেল উধাও হয়ে গিয়েছে। এই রকম চুরি দিনেদুপুরে আখছাড় হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে ভরদুপুরে চোর (Thief) কাচের জানলা ভেঙে ঢুকতেই এমন কিছু হল, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে।

এই ভিডিয়োটি টুইটারে @cctvidiots নামের হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, প্রথমে চোরটি চারপাশে ভালভাবে দেখে নিল। হাতে রয়েছে একটি আস্ত ইট। কাউকে কোথাও দেখতে না পেয়ে সুযোগ বুঝে ইট দিয়ে একটি বাড়ির জানলা ভেঙে ফেলল। আর বাড়িতে ঢোকার উদ্দেশ্য নিয়ে জানলার গ্রিল দিয়ে অর্ধেক ঢুকতেই, বাড়ির ভিতর থেকে কেউ একজন ঘর মোছার ওয়াইপার দিয়ে তাকে মারতে থাকল। তার সে সেখান থেকে বারিয়ে দৌড়ে পালিয়ে গেল। এভাবে ঘর মোছার ওয়াইপার দিয়ে যে চোর তাড়ানো যায়, তা আগে কখনও ভেবে দেখেছিলেন?

এখনও পর্যন্ত আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় অনেক চুরির ভিডিয়ো দেখেছেন। তবে এই ভিডিয়োটি ভাইরাল হতেই নজর কেড়েছে অধিকাংশ নেটিজ়েনের। এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 10 হাজারের বেশি লাইক এবং অনেক ভিউ পেয়েছে। অনেকে কমেন্টও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন “এমন বোকা চোর আমি আগে কখনও দেখিনি।”