Optical Illusion: সেই যে সবুজ পাখি… আম পাতা আর মুকুলের ভিড়ে তাকে দেখতে পাচ্ছেন?
Optical Illusion Today: এই ছবিটা টুইটারে সম্প্রতি খুব ভাইরাল হয়েছে। সেখানে একটি আম গাছ দেখা গিয়েছে। এক গাছ আমের মুকুল ধরেছে গাছটিতে। সেই গাছের পাতা আর মুকুলের ভিড়ে লুকিয়ে পড়েছে একটি পাখি। আপনাকে তাকেই খুঁজে বের করতে হবে।
Latest Optical Illusion: অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি আজকাল সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে। এই ধরনের ছবিগুলা আপনার মন পড়তে পারে, আপনার মস্তিষ্ক কতটা সচল, তার পরীক্ষা নেয়। ছবিগুলি মানুষকে বেশ ভাবায়। তাই আট থেকে আশি একটা অপটিক্যাল ইলিউশন বা ছবির ধাঁধা পেয়ে গেলে, তার সমাধান না করে ওঠেন না। তেমনই একটা ছবি টুইটারে সম্প্রতি খুব ভাইরাল হয়েছে। সেখানে একটি আম গাছ দেখা গিয়েছে। এক গাছ আমের মুকুল ধরেছে গাছটিতে। সেই গাছের পাতা আর মুকুলের ভিড়ে লুকিয়ে পড়েছে একটি পাখি। আপনাকে তাকেই খুঁজে বের করতে হবে।
আপনার মস্তিষ্কের ব্যায়ামের জন্যও চমৎকার হল এই অপটিক্যাল ইলিউশন। এক ধরনের গেম হিসেবে আপনি যদি এই ছবিগুলি বিবেচনা করেন, তাহলে আপনার পর্যবেক্ষণ দক্ষতা বাড়ানোর সবথেকে সেরা উপায় হল এটি। গবেষকরা দাবি করেছেন, সাধারণত মানুষ একটা ছবি বিভিন্ন ভাবে দেখতে পারেন। তাই অপটিক্যাল ইলিউশনের ছবির মধ্যে থেকে সঠিক বিষয়টি খুঁজে পাওয়া অনেক সময়ই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে পারে।
আসলে, একটা ছবির ধাঁধা আপনার চোখকে ফাঁকি দেয়, খেলা করে আপনার দৃষ্টিভঙ্গির সঙ্গে। এই ধরনের ছবিগুলি দেখে বেশিরভাগ মানুষই বিভ্রান্ত হয়ে পড়েন। কারণ, সেই ছবিতে তিনি দেখেন কিছু আর সেখান থেকে শেষ পর্যন্ত অন্য কিছু বেরোয়। ঠিক যেমন এই ছবিটা।
এই ছবি থেকে পাখিটাকে খুঁজে পাওয়া চ্যালেঞ্জিং কেন জানেন? কারণ, পাখিটার রং। ছবিতে যে পাখিটা লুকিয়ে রয়েছে, তার রং সবুজ। এবার বলুন গাছের পাতার রং কী! হ্যাঁ, গাছের পাতাও সবুজ এবং এই পাখির রং সবুজ হওয়ায় তা যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। কিন্তু আপনাকে তো খুঁজে বের করতে হবে পাখিটাকে। 5 সেকেন্ড সময় রয়েছে আপনার কাছে। পারবেন?
ছবির এক্কেবারে বাঁ-দিক ঘেঁষে রয়েছে পাখিটি। কীভাবে বুঝবেন? পাখিটার মাথার অংশটা একটু নীলচে বর্ণের। সেটাআই আপনার নজরে প্রথম আসবে। এখনও যদি পাখিটাকে না খুঁজে না পান, তাহলে নীচের ছবিটা দেখে নিন।