Viral Video: লাফ দিয়ে এক বিল্ডিং থেকে আর একটায় বন্ধুর সঙ্গে সাক্ষাৎ, একরত্তির সাহস দেখে পা কাঁপছে নেটিজ়েনদের

Viral Video Today: এত ছোট দুটো বাচ্চা যে ভাবে কোনও নিরাপত্তা ছাড়াই এভাবে এক বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ে ঝাঁপ দিয়ে যাওয়ার চেষ্টা করে, তা দেখে সত্যিই অবাক হয়ে যেতে হয়। ভিডিয়োটি দেখুন একবার, আপনারও পা কাঁপতে পারে।

Viral Video: লাফ দিয়ে এক বিল্ডিং থেকে আর একটায় বন্ধুর সঙ্গে সাক্ষাৎ, একরত্তির সাহস দেখে পা কাঁপছে নেটিজ়েনদের
বাচ্চাদের দুঃসাহসিক কাজ দেখে অবাক হয়ে যেতে হয়!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 8:10 PM

Latest Viral Video: এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং পারাপার করছে লাফিয়ে। না, কোনও বড় মানুষ নন। দুটো বাচ্চা ছেলের (Kids) কাণ্ড দেখে তাজ্জব নেটদুনিয়া। সেই বিল্ডিং দুটোই বিরাট উঁচু। সেখানেই পার্কর (Parkour) শিখছিল তারা। পার্কর সম্পর্কে যাঁরা অবগত নন, তাঁদের জেনে রাখা উচিত, এটি একটি অ্যাথলেটিক ট্রেনিং স্পোর্ট। এই গেমের অনুশীলনকারীরা কোনও রকম সরঞ্জামের সাহায্য ছাড়াই খুব দ্রুততার সঙ্গে জিমন্যাস্টিক কৌশলের সাহায্যে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে ঝাঁপ দিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই পার্কর গেম যাঁরা খেলেন, তাঁরা খুব ভাল করে প্র্যাকটিস করেই তারপরে তা খেলেন। কিন্তু একরত্তিরা যখন এই কাণ্ড ঘটায়, তখন সত্যিই গায়ে কাঁটা দেয়। এত ছোট দুটো বাচ্চা যে ভাবে কোনও নিরাপত্তা ছাড়াই এভাবে এক বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ে ঝাঁপ দিয়ে যাওয়ার চেষ্টা করে, তা দেখে সত্যিই অবাক হয়ে যেতে হয়।

অকুতোভয় বাচ্চা দুটি এতটাই উঁচু থেকে এই ভয়ঙ্কর কাজটি করছিল যে, তা দেখে আপনার পা পর্যন্ত কাঁপতে পারে। যদিও ওই দুজনের মধ্যে একজনই এমন দুঃসাহসিক কাজ করছিল। বিল্ডিংয়ের এক্কেবারে ছাদে বাচ্চা দুটিকে দেখে কেউ একজন ভিডিয়োটি রেকর্ড করেছেন বলে বোঝা যাচ্ছে। Only Bangers নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। 5 এপ্রিল ভিডিয়োটি শেয়ার করা হয়। এর মধ্যেই তার ভিউ 3.6M। কী পরিমাণ ভাইরাল হয়েছে ভিডিয়োটি, তা নিশ্চয়ই বুঝতে পারছেন!

ভিডিয়োতে দেখা গেল, দুটি বাচ্চা হাইরাইজ়ের ছাদে দাঁড়িয়ে রয়েছে। একজন একটি বিল্ডিং, অপরজন আর একটি বিল্ডিংয়ে। তারপর তাদের মধ্যে একজন অপরজনের বিল্ডিংয়ের ছাদে পৌঁছে গেল একলাফেই। দেখে মনে হল, এ যেন ওই বাচ্চাটির বাঁ হাতের খেল। বন্ধুর সঙ্গে যেই দেখা হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে ঠিক ওই ভাবেই আবার লাফিয়ে নিজের বিল্ডিংয়ে চলে গেল।

ভিডিয়োর কমেন্ট সেকশনে লোকজন ওই বাচ্চা দুটির নিরাপত্তা নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন। একজন বললেন, “এ এক এমনই খেলা যেখানে তোমার ভুল থেকে শিক্ষা নেওয়ার কোনও সুযোগ নেই।” “আমার বুকের ভিতরটা ধুকপুক করছে এই ভিডিয়ো দেখে”, যোগ করলেন দ্বিতীয় জন। তৃতীয় জনের বক্তব্য, “এটা খেলা? ওদের বাবা-মা কোথায় ছিল, কী করছিল?”