Viral Video: অ্যামাজনের ডেলিভারি ভ্যান থেকে বেরিয়ে এলেন এক মহিলা, চাকরি চলে গেল ড্রাইভারের…

সোশ্যাল মিডিয়ায় কিছু লোক অনুমান করে বলেছেন যে ড্রাইভারটি কেবল একজন বন্ধুকে লিফট দিচ্ছিল। অন্যরা ক্লিপটি সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছে। অনেকেই আবার কোম্পানি এবং ড্রাইভারকে নিয়ে খোরাকও করেছে।

Viral Video: অ্যামাজনের ডেলিভারি ভ্যান থেকে বেরিয়ে এলেন এক মহিলা, চাকরি চলে গেল ড্রাইভারের...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2021 | 2:47 PM

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একজন অ্যামাজন ডেলিভারি বয়কে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি এমন যা নেটপাড়ায় খোরাক আর অশ্লীলতা দুইয়ের শিকার হয়েছে। একজন মহিলার ডেলিভারি ভ্যান থেকে বেরোনোর একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর তারপরই শুরু হয় সমালোচনার জোয়ার।

১১ সেকেন্ডের ভিডিয়োটি মূলত TikTok-এ পোস্ট করা হয়েছিল। এরপর থেকেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ১১.৩ মিলিয়নেরও বেশি ভিউ পাওয়ার পাশাপাশি এই ভিডিয়োতে নেটিজেনরা কমেন্টের বন্যা ভাসিয়ে দিয়েছেন।

ভিডিয়োটি দেখুন:

ক্লিপটিতে ফ্লোরিডার রাস্তার মাঝখানে পার্ক করা একটি অ্যামাজন ভ্যান দেখানো হয়েছে। ভ্যানের পেছনের দরজাটা চালক খুলে দেন। তারপর সেখান থেকে কালো পোশাক পরা একজন মহিলা বেরিয়ে আসেন। ড্রাইভার দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে ভ্যান থেকে দূরে যাওয়ার সময় মহিলাটিকে তার মোবাইল ব্যবহার করতে দেখা যায়। ভ্যান থেকে নামার মুহূর্তে মহিলাটিকে তাঁর পোশাক ঠিক করতেও দেখা গিয়েছিল।

অ্যামাজনের তরফ থেকে বলা হয়েছে যে ড্রাইভারটি আর কোম্পানির সঙ্গে যুক্ত নয়। তারা আরও যোগ করেছে যে ভিডিয়োর যে দৃশ্য দেখানো হয়েছে তার সঙ্গে অ্যামাজনের ডেলিভারি সংক্রান্ত মানের কোনও সম্পর্ক নেই। এতে উল্লেখ করা হয়েছে যে ডেলিভারি ভ্যানে অননুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি কোম্পানির নিয়মের মধ্যে নেই।

সোশ্যাল মিডিয়ায় কিছু লোক অনুমান করে বলেছেন যে ড্রাইভারটি কেবল একজন বন্ধুকে লিফট দিচ্ছিল। অন্যরা ক্লিপটি সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছে। অনেকেই আবার কোম্পানি এবং ড্রাইভারকে নিয়ে খোরাকও করেছে।

আরও পড়ুন: Viral Video: কলকাতার রাস্তায় এক পুরুষ শাড়ি এবং টিপ পরে ঘুরে বেড়াচ্ছে কারুর তোয়াক্কা না করেই, সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…

আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?

আরও পড়ুন: Viral Video: দোকানে বানানো ‘ফায়ার মোমো’-কে ঘিরে শোরগোল নেটপাড়ায়, অনেকেই পছন্দ করেছেন, অনেকেই করেন নি, আপনার কী মত?