Viral Video: বর্ষার বিড়ম্বনা! সিলিন্ডারের নিচে ঘাপটি মেরে লুকিয়ে বেবি কোবরা, মহিলা রান্নাঘরে ঢুকতেই…
Viral Video Today: রান্না করতে গিয়ে সিলিন্ডারের ভিতর থেকে সাপটির দিকে হঠাৎই নজর যায় এক মহিলার। প্রাথমিক ভাবে তিনি ভেবেছিলেন হয় তো গ্যাস লিক করছে। কিন্তু পরে বুঝতে পারেন, সেখানে একটি সাপ লুকিয়ে রয়েছে। চিৎকার করতে থাকেন মহিলা।
Latest Viral Video: বর্ষাকালের আবহাওয়া অনেকেই পছন্দ করেন। বৃষ্টিতে ভিজতে ভালবাসেন অনেকেই। তা সে জ্বর হোক আর ঠান্ডা লাগুক, এক বছর অপেক্ষা করে বর্ষায় প্রত্যেক দিনের বৃষ্টি সত্যিই যেন অতিন্দ্রিয় সুখানুভূতির স্বাদ দেয়। কিন্তু ঘোর বর্ষার যে অনেক সমস্যাও আছে। কোথাও জল জমে থাকলে সেই জল নামাতে কালঘম ছোটে অনেকের। আর জলমগ্ন পরিস্থিতিতে নাগরিক জীবন ব্যাপক ভাবে বিপর্যস্ত হয়। বর্ষাকালের সেরকমই এক সমস্যার বিষয় ক্যামেরায় ধরা পড়েছে। আর সেই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ছে।
বর্ষায় বাড়িতে যত্রতত্র লুকিয়ে থাকে সাপেরা। আপনি একটু অসাবধান হলেই সেই সাপের কামড় খেতে পারেন। কখনও জুতোর ভিতর, কখনও টয়লেট সিটে, কখনও আবার অন্য কোনও জায়গাতেও আপনি সাপ দেখতে পেতে পারেন। সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োতেও একটি বাচ্চা কোবরা দেখা গিয়েছে। বর্ষায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারের ভিতরে লুকিয়ে ছিল সেই সাপটি।
View this post on Instagram
রান্নাঘরে রেকর্ড করা সেই ভিডিয়ো এখন চূড়ান্ত ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, রান্না করতে গিয়ে সিলিন্ডারের ভিতর থেকে সাপটির দিকে হঠাৎই নজর যায় এক মহিলার। প্রাথমিক ভাবে তিনি ভেবেছিলেন হয় তো গ্যাস লিক করছে। কিন্তু পরে বুঝতে পারেন, সেখানে একটি সাপ লুকিয়ে রয়েছে। চিৎকার করতে থাকেন মহিলা। বাড়ির লোকজন সেখানে আসার পরে তাঁরা সিলিন্ডারটিকে উপরে তোলেন এবং সাপটি বেরিয়ে আসে।
ওই সিলিন্ডারের ভিতরে আসলে একটি কোবরার বাচ্চা লুকিয়ে ছিল। যথেষ্ট জোরেই হিসহিস শব্দ করছিল সে। বিষয়টি যথেষ্ট ভয়ের ছিল, কারণ সাপ বাচ্চা হলেও তা বিষধর। ভিডিয়োতে কমেন্ট করে এক ব্যক্তি জানিয়েছেন, ছোট্ট কোবরাও যদি কামড়ায় তাহলে ঘরোয়া প্রতিকারের পরিবর্তে হাসপাতালে যাওয়া উচিত।