Viral Video: ২২ তলা বিল্ডিংয়ের ছাদের এক কার্নিশ থেকে আর এক কার্নিশে লাফ! ভিডিয়ো দেখে শিউরে উঠবেন আপনি

দুই খুদের কাণ্ডকারখানা দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনরা।

Viral Video: ২২ তলা বিল্ডিংয়ের ছাদের এক কার্নিশ থেকে আর এক কার্নিশে লাফ! ভিডিয়ো দেখে শিউরে উঠবেন আপনি
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2021 | 8:25 PM

সোশ্যাল মিডিয়ায় আজকাল মাঝে মাঝে এমন কিছু ভিডিয়ো হয় যা দেখে শিউরে ওঠেন নেটিজ়েনরা। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। নেটিজ়েনরা বলছেন, এমন দৃশ্য দেখে রোম খাড়া হয়ে গিয়েছে তাঁদের। বিশেষ করে ছোট বাচ্চাদের মা-বাবারা এই ভিডিয়ো দেখে চমকে গিয়েছেন। বলা হচ্ছে, এই ভিডিয়ো চিনে তোলা হয়েছে। কিন্তু কী এমন দেখা গিয়েছে ওই ভিডিয়োতে যে এত শিউরে উঠেছেন নেটিজ়েনরা।

ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি ২২ তলা বিল্ডিংয়ের ছাদের কার্নিশে দাঁড়িয়ে রয়েছে দুটো বাচ্চা। এক কার্নিশ থেকে অন্য কার্নিশে সমানে লাফ দিচ্ছে তারা। একবার একটি বাচ্চা লাফ দিয়ে এক কার্নিশ থেকে অন্য কার্নিশে যাচ্ছে, আবার ফিরছে। তাকে দেখাদেখি অন্য বাচ্চাটিও লাফ দিচ্ছে। ২২ তলা বিল্ডিংয়ের উপর দুই খুদের এই কীর্তি দেখে চমকে গিয়েছেন সকলে। ভিডিয়ো দেখার পর নেটিজ়েনদের প্রায় সকলেই বলছেন, ভয়ে বুক কেঁপে উঠেছে তাঁদের। একটু এদিক-ওদিক হলে পরিণাম কী হতে পারত তাই ভেবেই শিউরে উঠেছেন তাঁরা।

দেখুন সেই ভিডিয়ো

ভিডিয়ো দেখে মনেই হচ্ছে যে এভাবে এক কার্নিশ থেকে আর এক কার্নিশে লাফ দেওয়ার পরিণাম কী ভয়ঙ্কর হতে পারে তার কোনও আন্দাজই নেই ওই দুই বাচ্চার। তারা যেন খেলায় মেতেছে। একজন বাচ্চা এক কার্নিশ থেকে অন্য কার্নিশে লাফ মেরে যাওয়ার পর তার পিছুপিছু আর একটি বাচ্চাও একই কাজ করছে। খেলাচ্ছলে কী ভয়ঙ্কর বিপদ যে ওই দুই বাচ্চা ঘটিয়ে ফেলতে পারতো সেই আশঙ্কাতেই আঁতকে উঠেছেন সকলে। ইতিমধ্যেই ২৮ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর।

এই ভিডিয়ো দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছেন যে ওই দুই বাচ্চা কীভাবে একা একা ছাদে উঠে গেল? কেন অভিভাবক বা কারও নজরে এল না গোটা ঘটনাটা তাই নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে। তবে এ যাত্রায় কপাল ভাল যে ওই দুই বাচ্চার কোন ক্ষতি হয়নি। এই ভিডিয়ো চিনে তোলা হয়েছে বলা হচ্ছে। যদিও এই প্রসঙ্গে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে ওই দুই বাচ্চার কোনও ক্ষতি না হলেও, এই ভিডিয়ো দেখে রীতিমতো আতঙ্কে রয়েছেন ছোট ছেলেমেয়েদের মা-বাবারা।

আরও পড়ুন- Viral Video: ফোন নিয়ে কাড়াকাড়ি! বাঁদর আর একরত্তি মেয়ের খুনসুটিতে মজে নেটপাড়া, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: ফেসবুক খুললেই বসকে চড় মারবেন কর্মী! এমন আজব চাকরির কথা শুনেছেন কখনও?

আরও পড়ুন- Viral Video: পান-ব্রাউনি কম্বো! খাবার নিয়ে ফের আজব পরীক্ষা-নিরীক্ষা, রেগে আগুন নেটিজ়েনরা