Viral Video: প্রকাণ্ড চেহারার মহিষকে লাল কাপড় দেখিয়ে তাতিয়ে দিল যুবক, তারপর কী হল? ভিডিয়ো দেখুন
Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি শেয়ার করার পর এখনও পর্যন্ত 59 হাজারের বেশি মানুষ লাইক করেছেন। ভিডিয়োটি দেখার পর ব্যবহারকারীরা অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, "সব সময় মজা করা কোনও মতেই উচিত না।"
Viral Video Today: প্রায় প্রতিদিনই একের পর এক অদ্ভুত ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। মানুষ নিজেকে ভাইরাল করার জন্য হাস্যকর সব জিনিস করতে করেই চলেছে। অনেকেই হয়তো শুনবেন, মহিষকে লাল কাপড় দেখালে, সে রেগে যায়। এমন ষাঁড়ের ক্ষেত্রেও হয়। আর সেই ভুলটাই করে বসলেন এক ব্যক্তি। সম্প্রতি এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তি ইচ্ছে করেই একটি মহিষের সামনে লাল কাপড় ধরে। আর তারপরেই মহিষটি রেগে গিয়ে এমন কিছু করে, যা আপনি ভাবতেও পারবেন না। ভিডিয়োটি শেয়ার হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের চোখ কপালে উঠেছে এই ভিডিয়ো দেখে।
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি মহিষ শান্ত হয়ে দাঁড়িয়েছিলষ শুধুমাত্র ভিডিয়ো করার জন্য তাকে রাগিয়ে দেওয়া হল। এক ব্যক্তি হঠাৎই তার সামনে লাল কাপড় ধরল। তার তখন মহিষটি রেগে গিয়ে এমন তাড়া করল, যে লোকটি দৌড়িয়েও তার সঙ্গে পারল না। আর মহিষটি তাকে নিয়ে গিয়ে একটি দেওয়ালে শিং দিয়ে গুঁতিয়ে ধাক্কা মারল। কোনও মতে প্রাণে বাঁচল সেই যুবক। ভিডিয়ো ভাইরাল করার জন্য এমন ভুলের মাশুল গুনতে হল তাকে।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি শেয়ার করার পর এখনও পর্যন্ত 59 হাজারের বেশি মানুষ লাইক করেছেন। ভিডিয়োটি দেখার পর ব্যবহারকারীরা অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “সব সময় মজা করা কোনও মতেই উচিত না।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন,”বর্তমানে ভাইরাল হওয়ার জন্য মানুষ নিজের প্রাণের তোয়াক্কাও করে না।”