Viral Video: সৈকতে স্নান করছিলেন স্বল্পবসনা তরুণীরা, হঠাৎ সাঁতরে পাড়ে এল আস্ত ভালুক, তারপর যা হল…
Latest Viral Video: জেনিফার মেজার্স স্মিথ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। শেয়ার করে তিনি লিখেছেন যে, "আমি কখনও সৈকতে একটি কালো ভালুককে সাঁতার কাটতে দেখিনি।"
Viral Video Today: অনেকেই ছুটি কাটাতে যান সমুদ্র সৈকতে। খুঁজেও পান অদ্ভুত সব জিনিস। কখনও এমন কোনও সামুদ্রিক প্রাণী দেখতে পাওয়া যায়, যা আগে কখনও দেখা যায়নি। এমন কি মুক্ত থেকে শুরু করে ঝিনুক, সবই খুঁজে পান। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে সমুদ্র থেকে উঠে এল ভাল্লুক। শুনেই চমকে গেলেন তো? এমনই হয়েছে এই ভিডিয়োয়। সমুদ্র সৈকতে স্নান করছিলেন ঠিক তখনই দূরে দেখতে পান, সবার সঙ্গে সমুদ্রের মজা নিচ্ছে একটি ভাল্লুক। তা দেখে হতবার সেখানকার বহু মানুষ। সমুদ্রের ঢেউ তীরে পৌঁছার সঙ্গে সঙ্গে ভাল্লুকটিও তীরে আসে। তীরে ভাল্লুকটিকে দেখে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আলোড়ন সৃষ্টি হয় এবং লোকজন এদিক ওদিক ছুটতে থাকে।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, অনেক মানুষ সমুদ্র সৈকতে বসে রয়েছেন। আবার জলে স্নানও করেছেন কেউ কেউ। সেই সময় হঠাৎই একজন দেখতে পায় জলে কিছু একটা ভাসছে। আর তারপরেই খেয়াল করতে দেখা যায় একটি ভাল্লুক স্নান করছে জলে। ঢেউয়ে কিছক্ষণ থাকার পরে জলের স্রোতে তীরে উঠে আসে। অত লোক দেখে সে এদিক থেকে ওদিক ছুটতে থাকে। তাকে ওভাবে ছুটতে দেখে সেখানকার মানুষ ভয় পেয়ে যায়। আপনি আগে কখনও কোনও ভাল্লুককে সমুদ্রে স্নান করতে দেখেছেন?
View this post on Instagram
জেনিফার মেজার্স স্মিথ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। শেয়ার করে তিনি লিখেছেন যে, “আমি কখনও সৈকতে একটি কালো ভালুককে সাঁতার কাটতে দেখিনি।” এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকে অনেক কমেন্ট করেছেন। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের মতে, “ফ্লোরিডায় কালো ভাল্লুকের সংখ্যা অনেক বেশি। এগলিন এয়ার ফোর্স বেসে অনেক ভালুক পাওয়া যায়।”