Buffalo Dancing: মহিলাকে নকল করে নাচ দেখাল পোষ্য মহিষ, নেটপাড়ায় বেজায় হাসাহাসি
Buffalo Dancing Like Woman: একটি বাড়ির খামারে গান গাইছিলেন এক মহিলা। আর তখন তিনি গোয়ালের মহিষের দিকে ইশারাও করেন এবং তাকেও নাচতে বলেন। তারপরই দেখা যায়, মহিষটি ওই মহিলাকে নকল করতে-করতে নাচতে থাকে এবং মাঝেমধ্যে লাফিয়েও ওঠে।
Buffalo Dancing Viral Video: আদপ কায়দায় মানুষ নেচে চলেছেন। গান গেয়ে চলেছেন কেউ কেউ। কারও গান বা নাচ নজর কাড়ছে, কারও নাচগান আবার মনপসন্দ হচ্ছে না। কিন্তু তা বলে কখনও যে একটা মহিষ নাচতে পারে, ভেবে দেখেছিলেন! তাই হল কিন্তু। আর সেই মহিষের নাচের ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বাড়ির খামারে গান গাইছিলেন এক মহিলা। আর তখন তিনি গোয়ালের মহিষের দিকে ইশারাও করেন এবং তাকেও নাচতে বলেন। তারপরই দেখা যায়, মহিষটি ওই মহিলাকে নকল করতে-করতে নাচতে থাকে এবং মাঝেমধ্যে লাফিয়েও ওঠে।
View this post on Instagram
ঘটনাটি সম্ভবত কোনও এক পঞ্জাবী পরিবারের। মহিলা গাইছেন আর তাঁর সঙ্গে নাচছে গোয়ালে বেঁধে রাখা মহিষ। এই মহিষটিকে মহিলার পঞ্জাবী নাচের নকল দেখে বাড়ির উঠোনে বসে থাকা বাচ্চারা হাসতে শুরু করে।
ক্লিপটি ইনস্টাগ্রামে videoonation.teb নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। প্রায় 30 হাজারেরও বেশি ভিউ পেয়েছে এই ভিডিয়ো। নেটিজ়েনরা বিশ্বাস করতে পারেননি যে, ওই মহিষ এভাবে নাচ দেখাতে পারে। আর সেই কারণেই এই ভিডিয়ো অনেকের কাছেই হাস্যকর বলেও মনে হয়েছে।
ভিডিয়ো দেখে ইনস্টাগ্রামে এক ব্যক্তি মন্তব্য করেছেন, “অউরাত কুছ ভি কারা সকতি হ্যায় বাবু ভাইয়া।” আর একজন যোগ করলেন, “ভারতীয় পঞ্জাবী মহিষরা এরকম হয়।” অন্য একজন ব্যবহারকারী রসিকতা করে বলেছেন, “খুব মজার এই ভিডিয়ো।”