Optical Illusion: খেলনার ভিড়ে লুকিয়ে এক প্যাকেট ফ্রেঞ্চ ফ্রাই, খুঁজে বের করতে পারবেন?

এই ছবিটার কারণেই আপনি এটিকে ধাঁধার থেকে বেশি খেলা হিসেবেই ধরতে পারেন। ছবিটায় অনেক কিছু রয়েছে। চাবি থেকে শুরু করে কাপ, ঘড়ি থেকে আলো, এত কিছু এখানে রয়েছে যে, সবকিছু আপনার পক্ষে খেয়াল করাটা দুষ্কর। এই ছবিতে এতকিছুর মধ্যেই লুকিয়ে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। সেই ফ্রেঞ্চ ফ্রাই আপনাকে খুঁজে বের করতে হবে।

Optical Illusion: খেলনার ভিড়ে লুকিয়ে এক প্যাকেট ফ্রেঞ্চ ফ্রাই, খুঁজে বের করতে পারবেন?
খুঁজে পেলেন ফ্রেঞ্চ ফ্রাই?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2023 | 6:48 PM

Latest Optical Illusion: সারাদিনের ক্লান্তি থেকে মুক্তি পেতে আপনি কি সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারেন? তাহলে নিশ্চয়ই আজকাল অপটিক্যাল ইলিউশন শব্দবন্ধের সঙ্গে আপনি পরিচিত। কী, তাই তো? এই ধরনের ছবিগুলি আপনাকে দীর্ঘক্ষণ ভাবাতে থাকে। আপনার বুদ্ধিমত্তার যেমন পরীক্ষা নিতে থাকে, তেমনই আবার বলে দিতে পারে আপনার দৃষ্টিশক্তি কেমন! তার থেকেও বড় কথা হল, এই ধরনের ছবি শুধু যে আপনার চিন্তাশক্তি ও বোধশক্তির ক্ষমতা বাড়ায় তা নয়। আপনারও যুক্তিও উল্লেখযোগ্য ভাবে বাড়াতে কাজে লাগতে পারে ছবিগুলি। সেরকমই একটা ছবি ফের আপনাদের জন্য নিয়ে এসেছি।

মজাদার একটা খেলা। ছবি যত ভাল হয়, খেলা ততই জমে যায়। এই খেলাটাও ঠিক সেরকম। এই ছবিটার কারণেই আপনি এটিকে ধাঁধার থেকে বেশি খেলা হিসেবেই ধরতে পারেন। ছবিটায় অনেক কিছু রয়েছে। চাবি থেকে শুরু করে কাপ, ঘড়ি থেকে আলো, এত কিছু এখানে রয়েছে যে, সবকিছু আপনার পক্ষে খেয়াল করাটা দুষ্কর। এখন এই ছবিতে আদতে কী-কী রয়েছে, তার যদি তালিকা করতে বসি তাহলে হয়তো সারাদিনটা কেটে যেতে পারে।

কিন্তু আপনাকে এতকিছু করতে হবে না। ছবিতে কত কী রয়েছে, তার তালিকা বের করতে হবে না। আপনাকে যা করতে হবে, তা হল এই ছবিতে এতকিছুর মধ্যেই লুকিয়ে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। সেই ফ্রেঞ্চ ফ্রাই আপনাকে খুঁজে বের করতে হবে। 11 সেকেন্ডের মধ্যেই এই ছবি থেকে আপনাকে খুঁজে বের করতে হবে সেই ফ্রেঞ্চ ফ্রাই।

সময় শেষ। এর বেশি আর সময় নেওয়া যাবে না। আমরা আশা করি, আপনার তীক্ষ্ণ বুদ্ধি এবং দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে আপনি ছবিটি থেকে ফ্রেঞ্চ ফ্রাই খুঁজে বের করতে পেরেছেন। যাঁরা অল্প সময়ের মধ্যেই কাজ করতে পেরেছেন, তাঁরা সত্যিই জিনিয়াস। আর যাঁরা এখনও তা পারেননি, তাঁদের হতাশ হওয়ার কোনও কারণ নেই। নিচের ছবিটি দেখে নিন, তাহলেই খুঁজে পাবেন ফ্রেঞ্চ ফ্রাই।

Optical Illusion French Fries