Viral Video: একেবারে শান্তির দূত! অভিনব কায়দায় দুই বিড়ালের লড়াই রুখে দিল আরেক বিড়াল..

Latest Viral Video: এই সুন্দর ভিডিয়োটি মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে (@ulat_bulu_bulu) নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে পোস্ট করা হয়েছে। মাত্র 27 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 11 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।

Viral Video: একেবারে শান্তির দূত! অভিনব কায়দায় দুই বিড়ালের লড়াই রুখে দিল আরেক বিড়াল..
Follow Us:
| Edited By: | Updated on: Jun 18, 2023 | 10:27 AM

Viral Video Today: রাস্তায় দু’টি মানুষের মধ্যে ঝামেলা হতে দেখলে আশেপাশের লোক ছুটে আসে তা থামানোর জন্য। আর শুধু রাস্তায় কেন, যে কোনও পরিবারে ঝগড়া ঝামেলা হওয়া সাধারণ ব্যাপার। সে মানুষ হোক বা পশু। শুনেই চমকে উঠলেন তো? ভাবছেন পশুদের মধ্যেও ঝামেলা হলে কেউ আসে নাকি তা থামানোর জন্য? সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। দু’টি বিড়ালের মধ্যে ঝগড়া দেখে একটি বিড়াল এমন অভিনবভাবে সেই ঝগড়া থামালো, যা হয়তো আপনি আগে কখনও দেখেননি। এমনকি তার সেই অভিনব উপায়ে সে সফলও হল। বিড়াল দু’টি ঝামেলা থামাতে বাধ্য হল।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, চারটি পোষা বিড়ালকে ঘরের ভেতরে বসে আসে। এর মধ্যে 2 জন একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে। তাদের চেঁচামেচি শুনতেই সেখানে থাকা একটি ছোট বিড়াল এগিয়ে আসে। টেবিলের নিচে বসে থাকা তৃতীয় বিড়ালটি উঠে মাঝখানে দাঁড়িয়ে দু’জনকেই শান্ত করার চেষ্টা করে। যখনই তারা তাকে সরিয়ে দিয়ে ঝগড়া শুরু করে, সে বার বার তাদের মাঝে চলে যায়। কোনও রকম রাগ না করেই তারা ঝামেলা থামিয়ে দেয়। ভিডিয়োটি দেখলে আপনার মুখে হাসি আসবে।

এই সুন্দর ভিডিয়োটি মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে (@ulat_bulu_bulu) নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে পোস্ট করা হয়েছে। মাত্র 27 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 11 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। একই সঙ্গে প্রায় 1 লাখ মানুষ লাইকও করেছেন। অনেকে মজার মজার কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “আমারও এমন একটা বিড়াল চাই।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “ছোট বিড়ালটিও বোঝে যে ঝগড়া করা ভাল কাজ নয়।”