Viral Video: রেললাইন ধরে ছুটছে কিশোর, পিছনে এসে পড়ল ট্রেন! তারপর… দেখুন শিউরে ওঠার মতো ভাইরাল ভিডিয়ো

Viral Video: লাইন ধরে ছুটছিল দুই কিশোর। পিছন থেকে আসছিল তীব্র গতির ট্রেন। একটুর জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এল ওই দুই কিশোর। দেখুন শিউরে ওঠার মতো সেই ভাইরাল ভিডিয়ো।

Viral Video: রেললাইন ধরে ছুটছে কিশোর, পিছনে এসে পড়ল ট্রেন! তারপর... দেখুন শিউরে ওঠার মতো ভাইরাল ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2022 | 11:51 PM

সোশ্যাল মিডিয়ায় এমন কিছু কিছু ভিডিয়ো মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে আঁতকে উঠতে বাধ্য হন নেটিজ়েনরা। সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। কয়েক মাইক্রো সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে গিয়েছে দুই কিশোর। এই দু’জনের মধ্যে একজন তো প্রায় মরতেই বসেছিল। ভাগ্য সহায় থাকায় এ যাত্রায় অঘটন ঘটেনি। কিন্তু ওই কিশোরের এ ভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন সকলে। টুইটারে Metrolinx অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এভাবেও মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যায়। উনিশ বিশ হলেও সোজা ট্রেনের তলায় চলে যেত ওই কিশোর। কপাল ভাল থাকায় এবার একদম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সে। নেটিজ়েনদের অনেকেই বলছেন, এই ভিডিয়ো দেখতে গিয়ে ভয়ে, আতঙ্কে চোখ বুজে ফেলেছিলেন তাঁরা। জানা গিয়েছে, এই ভিডিয়োর টরন্টোর।

দেখে নিন আঁতকে ওঠের মতো সেই ভাইরাল ভিডিয়ো

কানাডার একটি পরিবহণ সংস্থা হল Metrolinx। তাদের তৈরি ট্রেনই এগিয়ে যাচ্ছিল লাইন ধরে। গতিও ছিল বেশ ভালই। কিন্তু ভিডিয়োতে দেখা গিয়েছে রেললাইনে ট্রেন কিছুদূর এগোতেই দেখা গিয়েছে দু’জন কিশোর লাইন ধরে দৌড়োচ্ছে। তাদের মধ্যে একজনের প্রায় পিছনে এসে গিয়েছিল ট্রেন। কোনওমতে লাইন থেকে লাফ দিয়ে পাশে চলে যায় ওই কিশোর। আর তার জেরেই এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছে সে। প্রথম কিশোর লাফ দিয়ে লাইন থেকে সরে যাওয়ার পর দেখা গিয়েছে আর এক কিশোরও কোনওমতে লাফিয়ে লাইন থেকে ছুটে পালিয়েছে। যেভাবে তারা লাইন থেকে লাফ দিয়ে দু’পাশে ছিটকে পড়েছে তা দেখেই চমকে যাচ্ছেন সকলে। ট্রেন দুর্ঘটনায় প্রাণ না গেলেও হাতে-পায়ে ভালই চোট পেয়েছে ওই দুই কিশোর। ট্রেন লাইন ধরে এগিয়ে যাওয়ার পর দেখা গিয়েছে তৃতীয় কিশোরকে। যে লাইন ধরে ট্রেন এগোচ্ছিল তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল সে।

টুইটারে ইতিমধ্যেই ২০ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। সবক্ষেত্রেই এই ভিডিয়ো দেখে আতঙ্কে সিঁটিয়ে গিয়েছেন নেটিজ়েনরা। একটু এদিক-ওদিক হলেই যে কী ভয়ঙ্কর বিপদ ঘটতে পারত সেটা ভেবেই চমকে গিয়েছেন সকলে। তবে এ যাত্রায় বড়সড় অঘটন কিছু ঘটেনি এটাই স্বস্তির খবর। কিন্তু ওই কিশোরদের ব্যাপারে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।