Viral Video: দেশীয় কায়দায় গাছেই দোলনা বানিয়ে ফেলল কচিকাঁচার দল, শৈশব ফেরাবে ভাইরাল ভিডিয়ো

Latest Viral Video: একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে শিশুরা গাছের ডালে দড়ি বেঁধে দোলনা তৈরি করেছে। ভিডিয়োটি আপনাকে আপনার ছোটবেলার কথা মনে করিয়ে দিতে বাধ্য।

Viral Video: দেশীয় কায়দায় গাছেই দোলনা বানিয়ে ফেলল কচিকাঁচার দল, শৈশব ফেরাবে ভাইরাল ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2023 | 4:29 PM

Viral Video Today: একটা সময় ছিল যখন বিকেল হলেই পাড়ার গলিতে কিংবা সবুজ মাঠে খেলতে বেরিয়ে পড়ত স্কুলফেরত কচিকাঁচারা। শুধু তাই নয়, স্কুলে টিফিনের ঘণ্টা পড়লেই হইহুল্লোড় করে খেলাটাই ছিল প্রধান উদ্দেশ্য। বর্তমানে দিন পাল্টেছে। এখন বিকেল হলেই পড়তে বসে পড়ে বাচ্চারা। টিউশনের চাপ, সিলেবাসের চাপ। আর মাঠে দেখা যায় না ফুটবল বা ক্রিকেট খেলতে। এমনকি অনেক বাচ্চাই বিকেল হলে কম্পিউটার আর মোবাইলে ডুবে যায় অবসর সময় কাটানোর অজুহাতে। তবে গ্রামের দিকে এখনও দেখা যায় পড়ন্ত বিকেলে বাচ্চাদের একসঙ্গে হয়ে খেলতে। শুধুই যে ক্রিকেট-ফুটবল খেলে, তা কিন্তু নয়। কবাডি, হাডুডু থেকে শুরু করে অনেক অভিনব খেলা মাথা খাটিয়ে বের করে তারা। তা সে নদীর পাড়ে কাদায় স্লিপ খাওয়া হোক, ঘণ্টার পর ঘণ্টার পাড়ার পুকুরে কসরতই হোক। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে, যেখানে শিশুরা গাছের ডালে দড়ি বেঁধে দোলনা (Tree Swing) তৈরি করেছে। আর প্রতিটা দড়িতে তারা আলাদা আলাদাভাবে ঝুলছে। ভিডিয়োটি আপনাকে আপনার ছোটবেলার কথা মনে করিয়ে দিতে বাধ্য। সেই সঙ্গে শিক্ষা দেবে বন্ধুত্ব ও একতার।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, অনেকগুলি বাচ্চা একটি গাছের ডালে দড়ির টুকরো বেঁধে দোলনা তৈরি করেছে। আর গাছটিও একটি ড্রেনের ধারে। প্রত্যেকে আলাদা আলাদা দড়িতে ঝুলছে। আর রাস্তায় পা দিয়ে সাপোর্ট দিয়ে আবার নিজেদের গতি বাড়িয়ে নিচ্ছে। তাদের এমন খেলা দেখলে আপনার মন ভাল হতে বাধ্য। আপনি কি আপনার ছোটবেলায় এমন কিছু করেছেন?

এই ভিডিয়োটি রবি সিং নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী পোস্ট করেছেন। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত এই ক্লিপটিতে দেড় লাখ লাইক, এক কোটিরও বেশি ভিউ এবং হাজার হাজার কমেন্ট এসেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমাকে আমার শৈশবের কথা মনে করিয়ে দিল বাচ্চাগুলি।”