Viral Video: সেয়ানে সেয়ানে! ক্ষিপ্ত মোরগের পাল্টা হানায় ল্যাজ গুটিয়ে ছুটল কুকুর

Dog And Cock Fight: মোরগ লড়াই তো নিশ্চয়ই দেখেছেন, কিন্তু কখনও কি মোরগ আর কুকুরের লড়াই দেখেছেন? না এ লড়াইয়ের নিয়ম মোরগ লড়াইয়ের নিয়মের মতো নয়। শুনেই ভাবছেন তো যে, ব্য়পারটি কী?

Viral Video: সেয়ানে সেয়ানে! ক্ষিপ্ত মোরগের পাল্টা হানায় ল্যাজ গুটিয়ে ছুটল কুকুর
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 1:10 PM

Latest Viral Video: সোশ্য়াল মিডিয়ায় (Social Media) পশুদের ঝগড়া ঝামেলার অনেক ভিডিয়ে ভাইরাল (Viral Video) হয়। কিন্তু তারই মধ্য়ে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখলে আপনি চমকে উঠবেন। মোরগ লড়াই তো নিশ্চয়ই দেখেছেন, কিন্তু কখনও কি মোরগ আর কুকুরের লড়াই দেখেছেন? না এ লড়াইয়ের নিয়ম মোরগ (Cock) লড়াইয়ের (Fight) নিয়মের মতো নয়। শুনেই ভাবছেন তো যে, ব্য়পারটি কী? এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি মোরগ আর একটি কুকুরের ঝগড়া হচ্ছে। যা দেখে আপনি চমকে উঠবেন। একটি মোরগের এত ক্ষমতা যে, সে একটি কুকুরের (Dog) সঙ্গে লড়াইয়ে জিতে গেল। কুকুরটি কি-না শেষে লেজ গুটিয়ে পালাতে বাধ্য় হল।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তায় একটি কুকুর আর একটি মোরগের ঝামেলা হচ্ছে। কুকুরটি রেগে গিয়ে মোরগটির দিকে এগিয়ে যাচ্ছে,আর তাকে ভয় দেখাচ্ছে। কিন্তু মোরগটিও কম যায় না। সেও উড়ে গিয়ে বার বার কুকুরটির গায়ে ঝাঁপিয়ে পড়ছে। এভাবে বেশ কিছুক্ষণ চলতে থাকে। কুকুরটি রেগে রিয়ে তার পালক কামড়ে ধরে। আর তারপরেই আর নিজের রাগ সামলাতে পারে না মোরগটি। একের পর এক পাল্টা আক্রমণ করতে থাকে। আর তাতেই ভয়ে কাবু হয় কুকুরটি। লেজ গুটিয়ে পালাতে বাধ্য় হয়। ভিডিয়ো দেখে অধিকাংশ নেটিজ়েন হাসি চাপতে পারেননি। যদিও ভিডিয়োটি নিয়ে সমালোচনাও কম হয়নি।

এই ভিডিয়োটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল animal_lover_wagad থেকে পোস্ট করা হয়েছে। এই ক্লিপটি এখন পর্যন্ত 5 হাজারের বেশি লাইক পেয়েছে এবং 70 হাজারেরও বেশি লাইক পেয়েছে। পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন- “ভিডিয়ো না করে এদের দু’জনকে আলাদা করার চেষ্টা করুন।” অনেকে অনেক কমেন্টও করছেন। একজন লিখেছেন, “মোরগটি একটুও ভয় পাচ্ছে না। আমি সেটা দেখেই অবাক।” আরও একজন লিখেছেন, “আজকাল লোকেরা ভিডিয়ো তৈরিতে এতটাই মগ্ন যে, তারা সঠিক এবং ভুলের পার্থক্যও জানে না। তাই ওদের আলাদা না করে ভিডিয়ো করছে।”