Viral Video: দরজার পাশে দাঁড়িয়ে যুগলের আবেগমাখা চুম্বন! ফের বিতর্কে দিল্লি মেট্রো
Delhi Metro Viral Video: দরজার সামনে একে অপরকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলেন। ভিডিয়োর ক্যাপশন থেকে জানা গিয়েছে, আনন্দ বিহার স্টেশনের কাছেই ঘটনাটি ঘটেছিল। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, 'দিল্লি মেট্রোয় আনন্দ বিহারের কাছে এই আবেগপ্রবণ ভিডিয়োটি তোলা হয়েছে। আমরা ভুলে গিয়েছি, ভালবাসা অন্ধ কিন্তু মানুষ নয়।'
Latest Viral Video: দিল্লি মেট্রোয় কেলেঙ্কারির শেষ নেই। সতর্কতা, ভিড়ে ঠাসা মেট্রোয় অশ্লীল আচরণ না করার অনুরোধ যে বারবারই বিফলে যাচ্ছে। মাস ঘুরতে না ঘুরতেই যুগলের জড়িয়ে ধরা, চুম্বনের ঘটনায় ব্যাপক ভাবে নিন্দিত হচ্ছে দিল্লি মেট্রো। ফের সেই ঘটনার পুনরাবৃত্তি হল। দরজায় দাঁড়িয়ে এবারও দেখা গেল চূড়ান্ত আবেগের সঙ্গে চুম্বন করতে। সেই ভিডিয়ো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। তবে এবার আর ওই যুগলের সহযাত্রীরা ঘটনাটি নিয়ে রা কাড়েননি। কারণ, এবার তাঁরা আগেভাগেই যেন প্রস্তুত ছিলেন এই ভেবে যে, এমনতর ঘটনা আবারও ঘটতে পারে। এ যেন দিল্লি মেট্রোর রোজনামচা হয়ে গিয়েছে, তা যাত্রীদের কিছুটা যেন সয়ে গিয়েছে।
ভিডিয়োতে ওই যুগলের মুখ ব্লার করে দেওয়া হয়েছে। সেখান থেকেই ইঙ্গিত মিলেছে যে, যুগলে ঘনিষ্ঠ ক্রিয়াকলাপে জড়িত ছিলেন। দরজার সামনে একে অপরকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলেন। ভিডিয়োর ক্যাপশন থেকে জানা গিয়েছে, আনন্দ বিহার স্টেশনের কাছেই ঘটনাটি ঘটেছিল। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘দিল্লি মেট্রোয় আনন্দ বিহারের কাছে এই আবেগপ্রবণ ভিডিয়োটি তোলা হয়েছে। আমরা ভুলে গিয়েছি, ভালবাসা অন্ধ কিন্তু মানুষ নয়।’
Another emotional video of Anand Vihar #delhimetro (OYO). Maybe we have forgotten that love is blind, people are not.#HBDAtlee #ISKCON #ICCRankings #JustinTrudeau #Shubh #MindfulLiving #PeaceDay #CHEN #TejRan #ShafaliVerma pic.twitter.com/EKSJs2p54d
— Postman (@Postman_46) September 21, 2023
x প্ল্যাটফর্মে ভিডিয়োটি ব্যাপক ভাবে শেয়ার করা হয়েছে। @Postman_46 নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে দিল্লি মেট্রোকে OYO-র সঙ্গে তুলনা করা হয়েছে। গত 21 সেপ্টেম্বর ভিডিয়োটি পোস্ট করা হয়। তারপর থেকে তা চূড়ান্ত ভাইরাল হয়েছে। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি।
এর আগেও দিল্লি মেট্রোতে ঠিক এই ভাবেই যুগলের চুম্বনের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই সময় দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশনের তরফে টুইট করে বলা হয়েছিল, “DMRC আশা করে যে, তার যাত্রীরা দিল্লি মেট্রোতে যাতায়াত করার সময় দায়িত্বশীল আচরণ করবে এবং গ্রহণযোগ্য সমস্ত সামাজিক শিষ্টাচার এবং প্রোটোকল অনুসরণ করবে। যাত্রীদের এমন কোনও অশালীন/অশ্লীল কার্যকলাপে লিপ্ত হওয়া উচিত নয় যা অস্বস্তির কারণ হতে পারে বা অন্য সহযাত্রীদের সংবেদনশীলতাকে আঘাত করতে পারে। DMRC-এর অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স অ্যাক্টের ধারা-59 এর অধীনে অশ্লীলতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তালিকাভুক্ত করা হয়।”