Viral Video: ‘এর মধ্যেও আপনি যদি অশ্লীলতা দেখেন…’ বৃষ্টিতে ভিজে যুগলের রোম্যান্স, নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া
Viral Video Today: বৃষ্টি পড়লে কেউ আনন্দিত হয়ে চপ-মুড়ি খেয়ে উপভোগ করেন, কেউ বা জানলা খুলে বৃষ্টির ছিটেফোঁটায় নিজেকে আলতো ভেজান, কেউ আবার প্রেমের প্রকাশেই বৃষ্টির আনন্দ গায়ে মাখেন! সেরকমই এই ভিডিয়োর নায়ক-নায়িকা, যাঁরা বৃষ্টিতে ভিজেই বর্ষাকে স্বাগত জানিয়েছেন।
Latest Viral Video: প্রচণ্ড বৃষ্টিতে (Rain) কখনও প্রেম করে দেখেছেন? প্রেমিকার হাত দুটো ধরে কখনও বৃষ্টিতে কাকভেজা ভিজেছেন? এগুলোর মধ্যে যদি একটাও না করে থাকেন, তাহলে আপনার ঈর্ষান্বিত হওয়ার মতো একটা ভিডিয়ো রয়েছে আমাদের কাছে। সোশ্যাল মিডিয়ায় ভয়ানক ভাইরাল হয়েছে একটা ভিডিয়ো। সেখানে যুগলকে (Couple) বর্ষার (Monsoon) স্বাগত বার্তায় খুল্লমখুল্লা নাচতে দেখা গিয়েছে। বর্ষা এক একজনের কাছে এক-একরকম। বৃষ্টি পড়লে কেউ আনন্দিত হয়ে চপ-মুড়ি খেয়ে উপভোগ করেন, কেউ বা জানলা খুলে বৃষ্টির ছিটেফোঁটায় নিজেকে আলতো ভেজান, কেউ আবার প্রেমের প্রকাশেই বৃষ্টির আনন্দ গায়ে মাখেন! সেরকমই এই ভিডিয়োর নায়ক-নায়িকা, যাঁরা বৃষ্টিতে ভিজেই বর্ষাকে স্বাগত জানিয়েছেন।
এই ভিডিয়োটি মধ্যপ্রদেশের ইন্দোরের। টুইটারে সঞ্জীব সিং নামের এক ইউজার ভিডিয়োটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখছেন, ‘এই ভিডিয়ো দেখার পরে আপনি যদি হাসির বদলে রেগে যান, আপনি যদি এর মধ্যেও অশ্লীলতা দেখতে পান, তাহলে আপনার প্রতি সহানুভূতি জানাই। সহানুভূতি এই ভেবে জানাই যে, আপনি কখনও ভালবাসার বৃষ্টিতে ভিজতে পারবেন না। আপনার মনের ভিতরে একটা খরা আছে, সেটা ভালবাসার খরা। ঈশ্বর আপনার ভালবাসার উপরে বর্ষণ করুন।’
अगर यह देखकर आपके चेहरे पर मुस्कान आने की जगह क्रोध आ रहा है, अगर इसमें भी आपको अश्लीलता दिख रही है तो मुझे आपसे सहानुभूति है। सहानुभूति है कि प्रेम की बारिश में आप कभी भीग ना पाए। आपके अंदर सूखा पड़ा है – प्रेम का। ईश्वर आप पर प्रेम बरसाये। pic.twitter.com/PlPgbLZQyL
— Sanjeev Singh (@sanjiiv_singh) June 25, 2023
মাত্র 21 সেকেন্ডের ছোট্ট একটা ক্লিপ। ছোট্ট হলে কী হবে, তার পরতে পরতে রয়েছে ভালবাসার ছোঁয়া। দেশের যে-যে প্রান্তে এখনও বর্ষা আসেনি, তীব্র রুক্ষ্মতায় এক বিন্দু বৃষ্টিও হয়নি, সেই সব জায়গার মানুষজনেরও এই ভিডিয়ো দেখার পরে গুস্সা হতে পারে! আবার যে সব জায়গায় দাপিয়ে বৃষ্টি হচ্ছে, সেখানকার মানুষজন এই ভিডিয়ো দেখেই প্রেমিকার হাত ধরে বেরিয়ে পড়তে পারেন- তাঁর সঙ্গে একটু ভিজবেন বলে। আবার এ বাংলার সিনেপ্রেমীদের এই ভিডিয়োই নিয়ে যেতে পারে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ ছবিতে। মনে করাতে পারে, বর্ষা আসার সেই অসাধারণ দৃশ্যটি, যা সারা বিশ্বকে ভাবিয়েছিল, আজও ভাবায়।
দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি। অনেকেই যুগলের নাচের প্রশংসা করেছেন। ভিডিয়োতে অরিজিৎ সিংয়ের একটি গানও জুড়ে দেওয়া হয়েছে, ‘তু হ্যয় তো মুঝে ফির অউর কেয়া চাহিয়ে…’। কেউ কেউ আবার যুগলের এমন নাচ দেখে তীব্র বিরক্তিও প্রকাশ করেছেন। কেউ ‘অশ্লীল’ বলেছেন, কেউ আবার বলেছেন, ‘এভাবে রাস্তার মাঝে নাচানাচি করা মোটেই ভাল নয়।’