Viral Video: দ্রুতগতির তিন তিনটে বাইক শরীর ঘেঁষে চলে গেলেও অক্ষত রইল শিশু, দম থাকলে দেখুন ভিডিয়ো
Latest Viral Video: পুরো ভিডিয়োটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সেই ফুটেজই ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। এখনও পর্যন্ত 6.7 মিলিয়নেরও বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। প্রচুর মানুষ এই ভিডিয়োয় কমেন্ট করেছেন।
Viral Video Today: অনেক সময় একটু অসাবধানতার কারণেই ঘটে বড় কোনও দুর্ঘটনা। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি শিউরে উঠবেন। রাস্তা পেরনোর সময় একটি শিশুকে পর পর তিনটি গাড়ি ধাক্কা মারল। এই দুর্ঘটনার পর যা ঘটল তা দেখলে চমকে যাবেন। কথায় আছে রাখে হরি তো মারে কে! এই ভিডিয়োটি তার সবচেয়ে বড় প্রমান। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্য়ে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখে চোখের জল ধরে রাখা যায় না। তেমনই একটি ভি়ডিয়ো এটি।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, দৌড়ে হঠাৎ রাস্তা পার হচ্ছে একটি ছোট মেয়ে। মেয়েটি রাস্তার মাঝখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্রচন্ড গতিতে আসা একটি বাইক তাকে আচমকা ধাক্কা দেয়, এরপর মেয়েটি রাস্তায় পড়ে যায়। এর পরপরই দ্রুতগামী দু’টি বাইক ওই মেয়েটিকে আবার ধাক্কা দেয়। এর পরে, একজন মহিলা দৌড়ে আসে এবং রাস্তা থেকে মেয়েটিকে তুলে নিয়ে যায়। কোলে তোলার পর দেখা যায়, শিশুটি ঠিক আছে। কিন্তু এক মুহূর্তের জন্য হলেও আপনি ভিডিয়োটি দেখে শিউরে উঠবেন। এই দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ যে, সেখানকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পরে।
The lorry would have run over that child were it not for the accident caused by the motorcycle. The motorcycle was just a sabab (cause/reason) to technically ‘save’ her life.
“No soul can ever die except by Allah’s leave and at a term appointed.”
(The family of Imran: 145) pic.twitter.com/D9vCNPRpf9
— ??Δ????????? (@Mystik_33) June 17, 2023
পুরো ভিডিয়োটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সেই ফুটেজই ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। এখনও পর্যন্ত 6.7 মিলিয়নেরও বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। প্রচুর মানুষ এই ভিডিয়োয় কমেন্ট করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন “বাচ্চাটিকে ঈশ্বর রক্ষা করেছেন।” আরও একজন কমেন্টে লিখেছেন, “সবথেকে অবাক ব্যাপার হল বাইকগুলি ধাক্কা দেওয়ার পরে আর দাঁড়ালো না।”