Viral Video: ভাবখানা যেন বেতাজ বাদশা! মোষের পিঠে চেপে শহর পরিক্রমা কুকুর, মজাদার ভিডিয়ো
Viral Video Today: সদ্য ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, দুটি মহিষ রাস্তা দিয়ে যাচ্ছে। তাদের মধ্য়ে একটি মহিষের উপরে দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর। মহিষের মুখ দেখেও পরিষ্কার হওয়া গিয়েছে, কুকুরটিকে পিঠে চাপিয়ে ঘোরাতে তার যেন কোনও আপত্তিই নেই।
Latest Viral Video: আজকাল সোশ্যাল মিডিয়া আমাদের বিনোদনের অন্যতম সেরা জায়গা হয়ে উঠেছে। কারও সঙ্গে চ্যাট করার থেকেও বেশি ফেসবুক, ইনস্টা বা টুইটারের ভিডিয়ো আমাদের আনন্দ দেয়, কখনও ভাবায়, কখনও আবার কিছু শেখায়ও। কখনও আবার এমন ভিডিয়োও আমাদের নজরে আসে, যা দেখে হা হা করে হাসতে থাকি আমরা। এখন সেই সব ভিডিয়োই যদি পশুদের নিয়ে হয়, তাহলে তা দেখার আনন্দই আলাদা। সেরকমই একটা ভিডিয়ো আমাদের নজরে এসেছে, যা দেখে হাসতে হাসতে আপনার পেটে খিল পর্যন্ত ধরে যেতে পারে।
রাস্তায় আপনি কুকুরদের সবসময়ই বিচরণ করতে দেখেন। মানুষের সঙ্গে তাদের বন্ধুত্বও কম নয়। আবার অন্যান্য প্রাণীদের সঙ্গেও কখনও কখনও তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখা যায়। সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে। যেখানে মহিষের পিঠে চড়ে বেড়াতে দেখা গিয়েছে একটি কুকুরকে।
हर कुत्ते का दिन आता है ये सुना था आज देख भी लिया??? pic.twitter.com/9gkjq54vsn
— ?.??????? ?????????.? (@PChaudhry_) July 26, 2023
সদ্য ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, দুটি মহিষ রাস্তা দিয়ে যাচ্ছে। তাদের মধ্য়ে একটি মহিষের উপরে দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর। মহিষের মুখ দেখেও পরিষ্কার হওয়া গিয়েছে, কুকুরটিকে পিঠে চাপিয়ে ঘোরাতে তার যেন কোনও আপত্তিই নেই। আর কুকুরটিও যেন বেতাজ বাদশার মতো ওই মহিষের পিঠে চড়ে যাচ্ছে। ভিডিয়োটা দেখে নেটিজ়েনরা জোর হাসাহাসি করেছেন।
টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @PCaudhry_ নামের হ্যান্ডেল থেকে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘এতদিন শুনতাম, প্রত্যেকটা কুকুরের দিন আসে। আজ, তা দেখলাম।’ প্রায় 6 লাখেরও বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। আর তা লাইক করেছেন প্রায় 7 হাজারেরও বেশি মানুষ।