Viral Video: উঁচু জায়গা থেকে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটছেন বৃদ্ধা, সাহস দেখে হতবাক নেটপাড়া
Elderly Woman Jumped In The River: একটি ভিডিয়ো ভইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখলে আপনি চমকে উঠবেন। ভিডিয়োয় তামিলনাড়ুর এক বৃদ্ধা মহিলাকে অনেক উঁচু একটি পাঁচিল থেকে নদীতে ঝাঁপ দিয়ে দিব্য়ি সাঁতার কাটছেন।
Viral Video: উঁচু জায়গা থেকে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটছেন বৃদ্ধা, সাহস দেখে হতবাক নেটপাড়া
Elderly woman jumped in the river from a high wall to take a bath, video goes viral
একজন মানুষের বয়স যে শুধুই একটি সংখ্য়া মাত্র তা বারে বারে প্রমান করেন অনেকেই। আবারও এমনই একটি ভিডিয়ো (Video) ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা দেখলে আপনি চমকে উঠবেন। ভিডিয়োয় তামিলনাড়ুর এক বৃদ্ধা মহিলাকে অনেক উঁচু একটি পাঁচিল থেকে নদীতে (River) ঝাঁপ দিয়ে দিব্য়ি সাঁতার কাটছেন। বয়স 55-60 বছর হবে, পরনে শাড়ি। আপনার সম্পূর্ণ বিষয়টি বিপজ্জনক মনে হচ্ছে তো? অবশ্য় সেটিই স্বাভাবিক। কিন্তু আপনি যখন সেই বৃদ্ধা মহিলাকে (Elderly Woman) ঝাঁপ দিতে দেখবেন আপনার মনে হবে এ যেন ওনার অনেক দিনের অধ্য়াবশায়।
Awestruck to watch these sari clad senior women effortlessly diving in river Tamirabarni at Kallidaikurichi in Tamil Nadu.I am told they are adept at it as it is a regular affair.?Absolutely inspiring ? video- credits unknown, forwarded by a friend #women #MondayMotivation pic.twitter.com/QfAqEFUf1G
— Supriya Sahu IAS (@supriyasahuias) February 6, 2023
সম্প্রতি এই ভিডিয়েটি একজন টুইটার ব্য়বহারকারী টুইটারে শেয়ার করেছেন। যা ঝরের বেগে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন বয়স্ক মহিলা নীল শাড়ি পরে, অনেক উঁচু একটি জায়গা থেকে হঠাৎই নদীতে ঝাঁপ দিলেন। প্রথমবার দেখে আপনি চমকে উঠবেন। ফলে ভিডিয়েটি আপনাকে দ্বিতীয়বার দেখতে বাধ্য় করবে। আর তখন আপনি দেখবেন, যেখান থেকে উনি ঝাঁপ দিলেন সেই জায়গাটি এতোটাই উঁচু যে, একজন যুবকও লাফ দিতে অন্তত দশবার ভাববে। সেখানে বয়স্ক মহিলাটি কিছু না ভেবে, কোনও দিকে না তাকিয়ে অনায়াসেই নদীতে লাফ দিলেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, এই মহিলা প্রতিদিন এভাবেই স্নান করেন। অর্থাৎ ধরেই নিতে পারেন এটি তার দৈনন্দিন রুটিনের অংশ।
ভিডিয়েটি শেয়ার করার পর থেকেই অধিকাংশ নেটিজ়েনের নজর কেড়েছে। আর এই মহিলেকে দেখে অনেকেই হতবাক। ভিডিয়েটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, “তামিলনাড়ুর কালিদাইকুরিচির তামিরাবর্ণি নদীতে এই মহিলা অনায়াসেই শাড়ি পরে এভাবে লাফ দিতে পারেন। তিনি এটিতে পারদর্শী। কারণ নিয়মিত তিনি এভাবেই লাফ দিয়েই নদীতে স্নান করেন।” এখনও পর্যন্ত ভিডিয়েটিতে 56 হাজারেরও বেশি ভিউ হয়েছে। 11 হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। একজন লিখেছেন, “ভগবান ওনাকে অনেকদিন এভাবেই সুস্থ রাখুন।”