Viral Video: বাসের দিকে তেড়ে এল হাতি, শুঁড় দিয়ে ভাঙল কাচ… কী করলেন চালক, দেখুন ভিডিয়ো

Viral Video: এ যাত্রায় সবটা একাই সামলে দিয়েছেন এই বাসের চালক। শুধু ঠাণ্ডা মাথা নয়, চালকের সাহসেরও প্রশংসা করেছেন নেটিজ়েনরা।

Viral Video: বাসের দিকে তেড়ে এল হাতি, শুঁড় দিয়ে ভাঙল কাচ... কী করলেন চালক, দেখুন ভিডিয়ো
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2022 | 11:37 PM

সরকারি বাসে হামলা করেছে হাতি। প্রচণ্ড ক্ষেপে এসে ধাক্কা মেরেছে বাসের উইন্ডশিল্ডে। আর তারপর শুঁড় দিয়ে ভেঙে দিয়েছে বাসের উইন্ডশিল্ড। কেরলে ঘটেছে এই ভয়ঙ্কর কাণ্ড। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়েছে। কেরলের একটি সরকারি বাসে হামলা করেছিল হাতিটি। সেই সময়ে বাসে ছিলেন ৫০ জন যাত্রী। মুন্নার থেকে উদুমালপেট যাচ্ছিল এই বাসটি। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে আচমকাই রাস্তার মধ্যে থেকে বাসের দিকে তেড়ে এসেছে হাতিটি। তারপর শুঁড় দিয়ে সজোরে আঘাত করেছে বাসের সামনের কাচে। কিন্তু এত ঝামেলার মধ্যেই বাসের চালক কিন্তু ভয় পেয়ে যাননি। প্রথমে রাস্তায় হাতি চলাচল করতে দেখেই বাস থামিয়েছিলেন তিনি। তারপরেই ঘটেছে এই কাণ্ড। হঠাৎই হাতিটি এগিয়ে আসে বাসের দিকে। তবে উইন্ডশিল্ড ভেঙে দেওয়া ছাড়া আর কিছু করেনি হাতিটি। আর বাসের চালক কোনও ভাবেই মেজাজ না হারিয়ে শান্ত হয়ে বসেছিলেন। ফলে শুঁড় দিয়ে বাসের সামনের কাচ ভাঙার পর সরে যায় হাতিটি। যাত্রীবোঝাই বাসে হাতিটি যদি আরও হামলা চালাত তাহলে বিপদ পড়তেন যাত্রীরা। তবে এ যাত্রায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।

বাসের দিকে তাড়া করে আসছে ক্ষেপে যাওয়া হাতি, দেখুন ভিডিয়ো

সুপ্রিয়া সাহু (Principal Secretary of Environment Climate Change & Forests of Tamil Nadu) এই ভিডিয়ো শেয়ার করেছেন। তিনি ওই চালকের প্রশংসা করেছেন। এমন পরিস্থিতিতেও তিনি যে মেজাজ হারিয়ে হাতির দিকে তেড়ে যাননি বা ভয় পেয়ে আতঙ্কে নিজের আসন ছেড়ে পালাননি সেটাই বড় একথা। এত ঠাণ্ডা মাথায় থাকার জন্য ওই চালকের প্রশংসা করেছেন নেটিজ়েনদের সকলেই। ‘মিস্টার কুল’ অ্যাখ্যাও দেওয়া হয়েছে বাসের চালককে। সত্যিই ওই চালকের আচরণ প্রশংসা করার মতোই। স্থানীয়রা জানিয়েছেন, এই হাতির নাম পাড়ায়াপ্পা। বন্য প্রাণী ক্ষেপে গেলে তাদের শান্ত হতে দেওয়ার জন্য যে সময় দিতে হয় একথা যে ওই বাসের চালক বুঝেছেন সেটাই অনেক। কারণ সাধারণত এমন পরিস্থিতিতে হয় লোকে হাতির দিকে তেড়ে যেত। নয়তো বা ভয়ে আতঙ্কে এক হুলস্থুল কাণ্ড বাঁধাত। আর তার জেরে বিপদ আরও বাড়ত, কমত না। এ যাত্রায় সবটা একাই সামলে দিয়েছেন এই বাসের চালক। শুধু ঠাণ্ডা মাথা নয়, চালকের সাহসেরও প্রশংসা করেছেন নেটিজ়েনরা।

আরও পড়ুন- Viral Video: হাতির কান কামড়ে ছিঁড়ে নিতে চাইছে সিংহী, দেখুন ভয়ঙ্কর ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: স্প্রাইটের বোতল থেকে ঢকঢক করে জল খেয়ে নিল পিপাসার্ত কিং কোবরা! ব্যাপক ভাইরাল হল ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: টাকার মালা গলায় আনমনা বর, সুযোগ পেতেই এক এক করে চুরি করল প্রিয় বন্ধু