Viral Video: মেয়েকে কোলে নিয়ে চলন্ত ট্রেনে উঠতে গেলেন বাবা, তারপর? দুর্বল হৃদয়ের মানুষ দেখবেন না…

Latest Viral Video: একটি ভয়ঙ্কর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে চলন্ত ট্রেন ধরার চেষ্টা বাবা-মেয়ের যে পরিনতি হয়েছে, তা দেখলে আপনার চোখে জল আসতে বাধ্য।

Viral Video: মেয়েকে কোলে নিয়ে চলন্ত ট্রেনে উঠতে গেলেন বাবা, তারপর? দুর্বল হৃদয়ের মানুষ দেখবেন না...
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 1:45 PM

Viral Video Today: প্রায়শই রেল স্টেশনে বহু মানুষকে ট্রেনের পিছনে দৌড়াতে দেখা যায়। কেউ বা আবার প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও ট্রেনের দরজায় ঝোলেন। অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন বহু মানুষ। তার ফলেই ঘটে যায় বিরাট কোনও বিপদ। আপনি নিশ্চয়ই এমন অনেক ঘটনার কথা শুনেছেন, যাতে অনেক মানুষ এই তাড়াহুড়োর কারণে প্রাণ হারিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে, এসব ঘটনা দেখেও মানুষ একটুও সচেতন হয় না। এমন একটি ভয়ঙ্কর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে চলন্ত ট্রেন ধরার চেষ্টা বাবা-মেয়ের যে পরিনতি হয়েছে, তা দেখলে আপনার চোখে জল আসতে বাধ্য।

এই ভয়ঙ্কর ঘটনাটি রাজস্থানের। চলন্ত ট্রেন ধরার চেষ্টায় ট্রেনের দরজা ধরে ঝুলতে থাকে এক ব্যক্তি। কোলে একটি ছোট মেয়ে। তাকে নিয়েই দৌড়াচ্ছেন ট্রেনের পিছনে। তারপরে হঠাৎই তিনি তার মেয়েকে নিয়ে প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁকে পড়ে যান। ঘটনাটিতে যা ঘটে তা হল, আবু রোড রেলস্টেশনে ভীমরাম নামে এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে ট্রেন ধরার চেষ্টা করছিলেন। তাঁর সঙ্গে তার স্ত্রী ও দুই মেয়ে ছিল। ভীমরাম ট্রেন ধরতে প্ল্যাটফর্মে পৌঁছতেই ট্রেন চলতে শুরু করেছে। ট্রেন চলতে দেখে পরিবারের সবাই দৌড়ে ট্রেন ধরার চেষ্টা করে। প্রথমে তিনি তাঁর প্রথম মেয়ে রঞ্জিকাকে ট্রেনে তুলে নিয়ে যান। এরপর তিনি অন্য মেয়ে মনিকাকে ওঠানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ট্রেনের গতি বেড়ে গিয়েছে। এই ভেবে বাবা তার মেয়ে রঞ্জিকাকে ট্রেন থেকে নামিয়ে আনতে চেয়েছিলেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে, এখন আর ট্রেন ধরা সম্ভব হবে না। ট্রেনের গতি বাড়ার সঙ্গে সঙ্গেই ভীমরামের ভারসাম্য বিগড়ে যায় এবং তিনি তার মেয়েকে নিয়ে প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁকে পড়ে যান।

তা দেখে স্ত্রী ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান। তড়িঘড়ি করে ট্রেনও থামিয়ে বাবা-মেয়েকে বের করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এই পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা ইতিমধ্যেই প্রচুর সংখ্যক মানুষ দেখেছে।