Viral Video: বন্ধুকে টায়ারের মধ্যে ঢুকিয়ে পাহাড় থেকে গড়িয়ে দিল বাকিরা, শেষ পরিণতি দেখার জন্য আপনি প্রস্তুত?

Latest Viral Video: ভিডিয়োটি Out of Context Human Race পেজ থেকে টুইটারে শেয়ার করা হয়েছে। তারপর থেকেই এই ভিডিয়ো হতবাক করেছে প্রচুর নেটিজ়েনকে। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর ভিউ হয়েছে।

Viral Video: বন্ধুকে টায়ারের মধ্যে ঢুকিয়ে পাহাড় থেকে গড়িয়ে দিল বাকিরা, শেষ পরিণতি দেখার জন্য আপনি প্রস্তুত?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 6:18 PM

Viral Video Today: বন্ধুরা একসঙ্গে থাকলে মজা, আড্ডা হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তাই বলে মজার একটা সীমা থাকা প্রয়োজন। অনেক সময়ই সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিয়ো ভাইরাল হতে দেখা যায়, যেখানে মজার ছলে করা কিছু কাজ বিরাট বড় কোনও বিপদ ডেকে আনে। তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। সামান্য একটু মজার জন্য দুই বন্ধু তাদের এক বন্ধুকে মৃত্যুর মুখে ঠেলে দিল। শেয়ার করার পর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রচুর মানুষের নজর কেড়েছে। শেষে সেই যুবতীর সঙ্গে এমন কিছু ঘটবে, যা দেখে আপনি চমকে উঠবেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন তরুণী এবং এক যুবক তাদের বন্ধুকে একটি বড় টায়ারে বসতে বলে। সে বসার পরে বাকি গুই জন বন্ধু টায়ারটিকে একটি খাদের দিকে ঠেলে দেয়। দূরে দেখা যাচ্ছে একটি রাস্তা। তাতে গাড়ি চলাচল করছে। আর রাস্তার পাশেই রয়েছে একটি পুকুর। মেয়েটি প্রবল বেগে ঢাল বেয়ে নামতে থাকে। সে রাস্তার কাছে যেতেই একটি গাড়ি সামনে চলে আসে। এর আগেই মেয়েটি গাড়ির নিচে চলে আসার আগেই চালক ঠিক সময়ে গাড়ি থামিয়ে নেয়। তার মেয়েটি পুকুরে পড়ে যায়। তার বন্ধুরাও ভাবতে পারেনি এমন কিছু হতে পারে। তারাও দৌড়ে আসতে থাকে। কিন্তু ততক্ষণে বিপদ ঘটে গিয়েছে। তারা শেষে অনুভব করে যে, তারা এটা ভুল করেছে।

ভিডিয়োটি Out of Context Human Race পেজ থেকে টুইটারে শেয়ার করা হয়েছে। তারপর থেকেই এই ভিডিয়ো হতবাক করেছে প্রচুর নেটিজ়েনকে। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এই ঘটনা মর্মান্তিক। কারণ ঈশ্বর না করুন, মেয়েটি যদি গাড়ির সঙ্গে ধাক্কা খেত। তাহলে ছিটকে পড়ে যেত। তার প্রাণ বাঁচানো যেত না।”