Viral Letter: রাত পোহালেই ঘরে সন্দেহজনক ব্যক্তি, পড়শি আন্টির জীবনে সব Okay? প্রশ্ন করে চিঠি খুদে গ্যাংয়ের
Viral Reddit Post: পাশের বাড়িতে প্রায়শই এক সন্দেহজনক ব্যক্তির আনাগোনা হতে থাকে। তিন বাচ্চার গ্যাং সেই পাশের বাড়ির মহিলাকে নিয়ে বড্ড ভাবিত, যার প্রতিফলন ঘটেছে তাদের হাতে লেখা চিঠিতে। ঠিক কী লেখা হচ্ছে ওই চিঠিতে?
বাচ্চারা যা ভাবে, তাই করে দেখায়। অন্তত তা যদি তাদের হাতের নাগালে থাকে, তাহলে তো তারা করে দেখাবেই। আর তাদের সেই করে দেখানোর মধ্যেই হতচকিত হয়ে যান বড়রা। ঠিক যেমনটা এক বাচ্চা করে দেখিয়েছে, সোশ্যাল প্ল্যাটফর্ম রেডিটে তার সেই পোস্ট দুনিয়াবাসীর মন জয় করে নিয়েছে। পাশের বাড়িতে প্রায়শই এক সন্দেহজনক ব্যক্তির আনাগোনা হতে থাকে। তিন বাচ্চার গ্যাং সেই পাশের বাড়ির মহিলাকে নিয়ে বড্ড ভাবিত, যার প্রতিফলন ঘটেছে তাদের হাতে লেখা চিঠিতে। আর সেই চিঠির পরতে পরতে রয়েছে ছোট্ট মনগুলোর বিরাট ভাবনা, যা আপনার ঠোঁটের কোণে হাল্কা হাসি ফুটিয়ে তুলবে।
রেডিটে শেয়ার করা পোস্টে লেখা হয়েছে, “আমার মায়ের পথে অনেক শিশু দাঁড়িয়ে থাকে। আর আমার বাবা তাঁর বাড়িতে প্রবেশ করলে, ওরা দরজায় অনেক নোট টাঙিয়ে রেখে দেয়।” ওই চিঠিটা একজনের লেখা নয়। তিনটে বাচ্চা মিলে তা লিখেছিল। চিঠিতে তিনটে হাতের লেখাও দেখা গিয়েছে। তিনজনের ছোট্ট গ্যাংয়ের কথা ওই চিঠিতেই উল্লেখ করা হয়েছে। সেগুলি খুবই কিউট, খুব মজাদারও। তবে সে চিঠিতে যাই লেখা হোক না কেন, উদ্বেগটা কিন্তু খুব সহজ, মহিলা ঠিক আছেন তো? তাঁর জীবনে সব ঠিক চলছে তো?
চিঠিতে কী লেখা হচ্ছে?
“মিস ক্যারেন, এক অদ্ভুত ব্যক্তিকে আপনার বাড়িতে ঢুকতে দেখলাম। আমরা জানতে চাই, আপনার তাতে সমস্যা নেই তো? যদি থাকে, তাহলে আমার মা’কে একটা টেক্সট করবেন।” তবে ওই চিঠিতে একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে, যা রেডিটের পোস্টে মুছে ফেলা হয়েছে। চিঠিতে ছোট্টরা তাদের এই বিশেষ উদ্বেগের সম্মিলিত প্রয়াসকে ‘গ্যাং’ হিসেবেও উল্লেখ করেছে।
পোস্টটি শেষ হচ্ছে ওই রেডিটরের লেখা আর একটি নোট দিয়ে, যিনি চিঠিটি শেয়ার করেছেন। মজাদার একটি টুইস্টে তিনি পোস্ট শেষ করে লিখছেন, “আমার অভিভাবকরা একসঙ্গে থাকেন না। তবে তাতে আমার বাবাকে সবসময়ই অদ্ভুত দেখায়।”
মজাদার না পোস্টটা? রেডিট ব্যবহারকারীরা তো তেমনটাই মনে করছেন। আর তার ইঙ্গিত মিলেছে ওই রেডিট পোস্টের কমেন্ট সেকশনেই। একজন লিখছেন, “দুর্দান্ত একটা মেসেজ। এত মিষ্টি একটা বাচ্চাদের দল যে কী বলব!” আর একজন যোগ করলেন, “মূল্যবান একটা পোস্ট। এরকম একটা চিঠি আমি আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম।” “পাড়ায় কোথায়, কী হচ্ছে, বাচ্চারা তার সবই নজরে রাখে। কেউ বলে দেয়, কেউ চেপে রাখে”, আর একজন লিখলেন। “আমার বিশ্বাস, এই বাচ্চাগুলো অপরাধ তদন্ত করে রহস্যের সমাধানও করতে পারবে”, পোস্টের কমেন্ট সেকশনে আর একজন লিখলেন।